মহান বিজয় বাংলার (চতুর্থ পর্ব)
মহান বিজয় বাংলার (চতুর্থ পর্ব)
≠≠≠≠≠≠≠≠≠সোলাইমান
আমরা হয়তো একটু একটু,
এই সব বাংলার দামাল বীর সৈনিকদের গল্প শুনি।
বুঝে নিয়েছি বুঝে নিয়েছি,
কারা ছিল আসল মুক্তিযোদ্ধার খনি।
তাদের আমরা ভূলবোনা,
তাদের আমরা ভূলবো না।
শেখ মুজিব গ্রেফতার হল,
হল পশ্চিম পাকিস্তানে বন্দি।
মেজর জিয়া সহ কর্ণেল অলী,
বেশ কিছু আর্মি অফিসার নিয়ে বিদ্রোহী করে।
সর্ব প্রথম কালুরঘাট বেতারকেন্দ্র দখল নিয়ে,
মহান স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণাপত্রটি পাঠ করে।
স্বাধীনতার নেশায় মুক্তিযোদ্ধারা তুমুল পতিরোধ গড়ে তোলে।
অক্লান্ত পরিশ্রমে হানাদার বাহিনীকে হটিয়ে ফেলে,
একটির পড় একটি স্থান মুক্ত লাভ করে।
এভাবেই দির্ঘ নয় মাস যুদ্ধ সংগ্রাম,
১৬ ডিসেম্বর ঢাকার রেসকোর্স ময়দানে,
পাকিস্তান সেনাবাহিনীর পক্ষে,
জেনারেল ণিয়াজী আত্নসমর্থন করেন।
এইভাবে বাংলাদেশ নামক রাষ্ট্রটি বিশ্বরেকর্ডে,
বিশ্বের মানচিত্রে জায়গা দখল করে।
≠≠≠≠≠≠≠≠≠সোলাইমান
আমরা হয়তো একটু একটু,
এই সব বাংলার দামাল বীর সৈনিকদের গল্প শুনি।
বুঝে নিয়েছি বুঝে নিয়েছি,
কারা ছিল আসল মুক্তিযোদ্ধার খনি।
তাদের আমরা ভূলবোনা,
তাদের আমরা ভূলবো না।
শেখ মুজিব গ্রেফতার হল,
হল পশ্চিম পাকিস্তানে বন্দি।
মেজর জিয়া সহ কর্ণেল অলী,
বেশ কিছু আর্মি অফিসার নিয়ে বিদ্রোহী করে।
সর্ব প্রথম কালুরঘাট বেতারকেন্দ্র দখল নিয়ে,
মহান স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণাপত্রটি পাঠ করে।
স্বাধীনতার নেশায় মুক্তিযোদ্ধারা তুমুল পতিরোধ গড়ে তোলে।
অক্লান্ত পরিশ্রমে হানাদার বাহিনীকে হটিয়ে ফেলে,
একটির পড় একটি স্থান মুক্ত লাভ করে।
এভাবেই দির্ঘ নয় মাস যুদ্ধ সংগ্রাম,
১৬ ডিসেম্বর ঢাকার রেসকোর্স ময়দানে,
পাকিস্তান সেনাবাহিনীর পক্ষে,
জেনারেল ণিয়াজী আত্নসমর্থন করেন।
এইভাবে বাংলাদেশ নামক রাষ্ট্রটি বিশ্বরেকর্ডে,
বিশ্বের মানচিত্রে জায়গা দখল করে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।