মর্মদেশ বলে
মর্মদেশ বলে
♥♥♠♥♥সোলাইমান।
মর্মদেশ আমার কিছু শুনেনা,
আমি যা চাই কিছু বুঝেনা।
কেন মনে পরে বার বার,
নিয়ে যাব বিনদেশে সঙ্গে আমার।
চাঁদোয়া দেখি চারপাশ,
হলুদেফুল বন যেন বিনদেশ আমার।
আসো কেনো না সেজে পাগলী আমার,
দাড়া এক নজর দেখি বসিয়া বার বার।
কেন দাড়াইলি চাঁদমুখি,
এই যেন এক হলুদেপরী।
কেনো ডাকো বিনদেশে ব্যাঙ,
হলদেপরী সামনে যে আমার।
মর্মদেশ আমার কিছু বুঝেনা,
আমি যা চাই কিছু শুনেনা
♥♥♠♥♥সোলাইমান।
মর্মদেশ আমার কিছু শুনেনা,
আমি যা চাই কিছু বুঝেনা।
কেন মনে পরে বার বার,
নিয়ে যাব বিনদেশে সঙ্গে আমার।
চাঁদোয়া দেখি চারপাশ,
হলুদেফুল বন যেন বিনদেশ আমার।
আসো কেনো না সেজে পাগলী আমার,
দাড়া এক নজর দেখি বসিয়া বার বার।
কেন দাড়াইলি চাঁদমুখি,
এই যেন এক হলুদেপরী।
কেনো ডাকো বিনদেশে ব্যাঙ,
হলদেপরী সামনে যে আমার।
মর্মদেশ আমার কিছু বুঝেনা,
আমি যা চাই কিছু শুনেনা
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এরশাদ সরকার ১৫/১২/২০১৬অনেক সুন্দর
-
রইস উদ্দিন খান আকাশ ১৫/১২/২০১৬অসাধারণ
-
মোনালিসা ১৪/১২/২০১৬ওয়াও
-
ইন্তিখাব আলম ১৪/১২/২০১৬valo. khub valo laglo. likhe jao.
-
মোবারক হোসেন ১৪/১২/২০১৬নাইস
-
আব্দুল হক ১৩/১২/২০১৬হলফ করে বলতে পারি ভাল লিখেন।