বরেণ্য শুভেচ্ছা
বরেণ্য শুভেচ্ছা
- সোলাইমান
আজ হতে শতবর্ষ পরে,
পড়িতেছি তোমায় মনে করে।
আমার প্রিয় কবি কাজী নজরুল,
তবুও পড়ি রবীন্দ্রনাথ ঠাকুর।
সকল কবি আমার নয়নের মণি,
তাইতো পড়ি প্রতিদিন।
তোমার লেখায় রয়েছে যৌবনের বাণী,
তাইতো বিদ্রোহী তোমায় এতো ভালোবাসি।
তোমার লেখায় রয়েছে ঐ প্রভূর গান,
তাইতো আজ আমি হয়েছি বিদ্রোহী প্রাণ।
ছোট এই পাগল কি লিখিয়াছে জানি,
দোয়া করি বিদ্রোহী, ভালো থাকিও বিদ্রোহী।
- সোলাইমান
আজ হতে শতবর্ষ পরে,
পড়িতেছি তোমায় মনে করে।
আমার প্রিয় কবি কাজী নজরুল,
তবুও পড়ি রবীন্দ্রনাথ ঠাকুর।
সকল কবি আমার নয়নের মণি,
তাইতো পড়ি প্রতিদিন।
তোমার লেখায় রয়েছে যৌবনের বাণী,
তাইতো বিদ্রোহী তোমায় এতো ভালোবাসি।
তোমার লেখায় রয়েছে ঐ প্রভূর গান,
তাইতো আজ আমি হয়েছি বিদ্রোহী প্রাণ।
ছোট এই পাগল কি লিখিয়াছে জানি,
দোয়া করি বিদ্রোহী, ভালো থাকিও বিদ্রোহী।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
হাসান কাবীর ২৮/০৯/২০১৬মজা পেলাম।
-
আব্দুল হক ২৭/০৯/২০১৬নাইস
-
পরশ ২৭/০৯/২০১৬সুন্দর
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৭/০৯/২০১৬আজ হতে শত বর্ষ পরে কবিতার মত অনেকটা
-
অঙ্কুর মজুমদার ২৭/০৯/২০১৬vlo