সকল প্রশংসা আল্লাহর
এক মহিলা প্রতিদিন তার বাড়ির বারান্দায় দাঁড়িয়ে চিৎকার করে- সকল প্রশংসা আল্লাহর।
.
.
পাশের বাড়ির এক নাস্তিক তাই শুনে জবাব দেয়- আল্লাহ বলতে কিছু নেই।
.
একদিন মহিলা বারান্দায় দাঁড়িয়ে চিৎকার করলো- আল্লাহ, আমার বাজারটা করে দাও।. .একটু পরে সে দেখলো তার বাড়ির বাইরে ব্যাগ ভর্তি তরকারি-মাছ ইত্যাদি পড়ে আছে। সে তা দেখে চিৎকার করে বললো-সকল প্রশংসা আল্লাহর।
.
.
.
.
পাশের বাড়ির নাস্তিকটি বললো, আল্লাহ বলে কিছুই নেই। আমি ওই বাজার করে দিয়েছি।
.
.
.
.
মহিলা বললো- সকল প্রশংসা আল্লাহর। তিনি শুধু আমার বাজারই করে দেননি, শয়তানকে দিয়ে তার দামও পরিশোধ করিয়েছেন…।
.
.
পাশের বাড়ির এক নাস্তিক তাই শুনে জবাব দেয়- আল্লাহ বলতে কিছু নেই।
.
একদিন মহিলা বারান্দায় দাঁড়িয়ে চিৎকার করলো- আল্লাহ, আমার বাজারটা করে দাও।. .একটু পরে সে দেখলো তার বাড়ির বাইরে ব্যাগ ভর্তি তরকারি-মাছ ইত্যাদি পড়ে আছে। সে তা দেখে চিৎকার করে বললো-সকল প্রশংসা আল্লাহর।
.
.
.
.
পাশের বাড়ির নাস্তিকটি বললো, আল্লাহ বলে কিছুই নেই। আমি ওই বাজার করে দিয়েছি।
.
.
.
.
মহিলা বললো- সকল প্রশংসা আল্লাহর। তিনি শুধু আমার বাজারই করে দেননি, শয়তানকে দিয়ে তার দামও পরিশোধ করিয়েছেন…।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আবু সঈদ আহমেদ ২০/১১/২০১৬দারুণ দিয়েছেন জনাব।
-
ঐশিকা (প্রজীতা) বসু ২৬/০৯/২০১৬এইভাবেই মানুষ তার কাজের দাম পায় না। সব চুরি করে নেয় - এমন একটি ধারণা যা অজ্ঞাত।
-
রাবেয়া মৌসুমী ২৬/০৯/২০১৬আল্লাহর রহমত এমনি করেই আসে,সুন্দর লেখার জন্য ধন্যবাদ..
-
বিপ্লব সিংহ ২৬/০৯/২০১৬অসাধারণ অন্ধ বিশ্বাস।। ভালো লিখেছেন।। পড়ে হাসিও আসে ওই মহিলাটির উপর।।
-
হাসান কাবীর ২৬/০৯/২০১৬ভালো লেগেছে। আল্লাহ্ সর্বশ্রেষ্ঠ।