নতুন কিছু জানুন
"দাদু, একটা কলম নিবেন দাদু, একটা কলম? অনেক টাকার
ওষুধ কিনতে হইসে দাদু, একটা কলম নেন না... "
কথাগুলা কানে এখনো বাজে। হাটতে পারছেন না ঠিকমত,
চষে বেড়িয়েছেন কলাভবন থেকে কার্জন হল, একটা কলম
বিক্রি করে ওষুধের সামান্য কয়টা টাকার জন্য। কল্যানপুর
থেকে এসে সকাল সন্ধ্যা ঘুরে বেড়িয়েছেন এই ক্যাম্পাসের
প্রতিটা কোণায়, ভিক্ষা করেন নাই, হাত পাতেন নাই
কখনো, সম্মানটুকো বিকিয়ে দেন নাই।
আসল নাম সাহেরা বেগম, একজন মুক্তিযোদ্ধার স্ত্রী।
রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলাতে অনার্স মাস্টার্স
করা একজন কে শেষ বয়সে পেটের দায়ে কলম
বিক্রি করতে হইছে, আর এটাও
দেখতে হইছে আমাদেরকে!!!!
যত্তবার "কলম দাদু" সামনে এসে কলমটা তুলে ধরত,
লজ্জায় মাথা নিচু করে দিতাম। পকেটে যার যেমন থাকত,
সবাই সাহায্য করত বলেই কলম দাদু। এই কলম যখন
উনাকে রাস্তায় নামিয়ে ছিল, সেই কলমেই তুলে দিতেন
সবার হাতে।
মারা গেছেন বছর কয়েক আগে, দোয়া করি দাদু যেখানেই
থাকুন ভাল থাকুন। আপনার দেয়া কলমগুলা যেন
কখনো আপনাকে না ভুলে।
সকলের প্রার্থনায় থাকবেন।
ওষুধ কিনতে হইসে দাদু, একটা কলম নেন না... "
কথাগুলা কানে এখনো বাজে। হাটতে পারছেন না ঠিকমত,
চষে বেড়িয়েছেন কলাভবন থেকে কার্জন হল, একটা কলম
বিক্রি করে ওষুধের সামান্য কয়টা টাকার জন্য। কল্যানপুর
থেকে এসে সকাল সন্ধ্যা ঘুরে বেড়িয়েছেন এই ক্যাম্পাসের
প্রতিটা কোণায়, ভিক্ষা করেন নাই, হাত পাতেন নাই
কখনো, সম্মানটুকো বিকিয়ে দেন নাই।
আসল নাম সাহেরা বেগম, একজন মুক্তিযোদ্ধার স্ত্রী।
রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলাতে অনার্স মাস্টার্স
করা একজন কে শেষ বয়সে পেটের দায়ে কলম
বিক্রি করতে হইছে, আর এটাও
দেখতে হইছে আমাদেরকে!!!!
যত্তবার "কলম দাদু" সামনে এসে কলমটা তুলে ধরত,
লজ্জায় মাথা নিচু করে দিতাম। পকেটে যার যেমন থাকত,
সবাই সাহায্য করত বলেই কলম দাদু। এই কলম যখন
উনাকে রাস্তায় নামিয়ে ছিল, সেই কলমেই তুলে দিতেন
সবার হাতে।
মারা গেছেন বছর কয়েক আগে, দোয়া করি দাদু যেখানেই
থাকুন ভাল থাকুন। আপনার দেয়া কলমগুলা যেন
কখনো আপনাকে না ভুলে।
সকলের প্রার্থনায় থাকবেন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোহাম্মদ ২০/০৯/২০১৬বেশ নাইস
-
আনিসা নাসরীন ২০/০৯/২০১৬এই লজ্জা আমাদের সবার
-
সাইফ রুদাদ ২০/০৯/২০১৬লজ্জ্বা আমাদের বাংলায় অনার্স মাস্টারস করা মানুষ কলম বিক্রি করে