জিগীষা
জিগীষা
- সোলাইমান
তোমার চরণ করো বিচরন,
অজ্ঞাত খুজে নিব।
সাদরে হয়েছি বড়,
কর্তব্যগুলো ছিলো ছোট।
অতৈ জলে পড়েছিলাম যখন,
উড়নচন্ডী হয়েছো তখন।
ধামাল ছেলে-মেয়েরা,
অনিন্দ্য করে কেন?
দেশপ্রেমী হয়ে প্রেমে অজ্ঞাত।
স্তন্যপায়ী চোষ্য নির্মম কেন?
মায়াচোড়া কেন তুমি?
অকুতোভয় কড়ো প্রভূর কাছে।
বিবক্ষা আছে চরণ ধরো,
জিগীষা করো আজ।
অবশ্যম্ভবী, খুবই মায়াবী।
মৃত্যু সময় যেও তুমি।
আমি জানি দ্বিজ হবো না।
জন্মের সময় কেঁদেছিস,
মৃত্যুকালে শুনতে চাই কান্না।
আমার হৃদয়ের সকল আয়ু,
আমার প্রাণের সকল বায়ু।
ভূতপূর্ব করে দিলাম।
নিঃশ্বাস-বিশ্বাস আপাদ মস্তক,
কিংকর্তব্য করে দিলাম।
ললাট আমার হবে কী?
তোমার কান্নার জোড় পাব কী?
কড়ায় গন্ডায় দ্বিজ,
শান্তি খুজে দ্বিজকালে পাব।
- সোলাইমান
তোমার চরণ করো বিচরন,
অজ্ঞাত খুজে নিব।
সাদরে হয়েছি বড়,
কর্তব্যগুলো ছিলো ছোট।
অতৈ জলে পড়েছিলাম যখন,
উড়নচন্ডী হয়েছো তখন।
ধামাল ছেলে-মেয়েরা,
অনিন্দ্য করে কেন?
দেশপ্রেমী হয়ে প্রেমে অজ্ঞাত।
স্তন্যপায়ী চোষ্য নির্মম কেন?
মায়াচোড়া কেন তুমি?
অকুতোভয় কড়ো প্রভূর কাছে।
বিবক্ষা আছে চরণ ধরো,
জিগীষা করো আজ।
অবশ্যম্ভবী, খুবই মায়াবী।
মৃত্যু সময় যেও তুমি।
আমি জানি দ্বিজ হবো না।
জন্মের সময় কেঁদেছিস,
মৃত্যুকালে শুনতে চাই কান্না।
আমার হৃদয়ের সকল আয়ু,
আমার প্রাণের সকল বায়ু।
ভূতপূর্ব করে দিলাম।
নিঃশ্বাস-বিশ্বাস আপাদ মস্তক,
কিংকর্তব্য করে দিলাম।
ললাট আমার হবে কী?
তোমার কান্নার জোড় পাব কী?
কড়ায় গন্ডায় দ্বিজ,
শান্তি খুজে দ্বিজকালে পাব।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোবারক হোসেন ২০/০৯/২০১৬নাইস।
-
জয় ১৮/০৯/২০১৬বাহা , সুন্দর
-
মোহাম্মদ কামরুল ইসলাম ১৮/০৯/২০১৬সুন্দর হয়েছে
-
আব্দুল হক ১৭/০৯/২০১৬Nicest
-
পরশ ১৭/০৯/২০১৬ভাল
-
অঙ্কুর মজুমদার ১৭/০৯/২০১৬vlo..... friend