পাগলা স্টিমার
পাগলা স্টিমার
...........সোলাইমান.
ঘুম ঘুম,এই মন রং লাগিলো।
লঞ্চ,ট্রলার ও স্টিমারের আওয়াজ,
ঘুমকেড়ে নিলো দুপুর রাত্রে।
চারদিক অন্ধকার একটু একটু আলো জ্বলিল।
সবই নিচুপ ঢ়েউগুলো প্রকট।
পাগলা হাওয়া মণ কাড়িল।
দৃশ্য গুলো ঢ়েউ এর মতো।
একটা বড় একটা ছোট।
দূরের আসমান ছোয়া যেন,
লতা পাতা, গাছ।
মনে হচ্ছে স্টিমার দোলাচ্ছে ঢ়েউয়ে।
বাতাসগুলো কর্ণে কর্ণে বলে,
তুমি ধরো আমাকে।
ভয় পেওনা, ভয় পেওনা নক্ষত্র জ্বালে।
দেখছি না আমি কিছু।
ছায়াচিত্র নেই যে আমার পিছু।
শুধু শুনি কান্নাখেকো আওয়াজ।
নারি পুরুষ একত্রে পানা চায় আল্লার।
ঢ়েউয়ের তালে মন নেচে ওঠে।
লন্ডনের আলো খেলা করে।
না ঘুমিয়ে জেলেরা নিচুপ,
মাছগুলো দেখো জেলের জালে।
ঢ়েউয়ের তালে নাছ দেখায়
পালতোলা নৌকাপথে,হাতছানি দিয়ে ডাকে।
নদির পাড়ের ঢ়েউগুলো কৃষকের বুকে।
ফসলগুলো নিয়ে গেলো পদ্মা,মেঘনা যমুনার মুখে।
দূর দৃশ্য অনেক আনন্দের,
দেখনা স্টিমারে চড়ে।
গাছগাছালি ছুয়ে দিলো নক্ষত্রগুলোকে।
টগর, কলমি ও আগাছার ফুল,
দেখে জুড়িয়া যায় দু'নয়ন।
...........সোলাইমান.
ঘুম ঘুম,এই মন রং লাগিলো।
লঞ্চ,ট্রলার ও স্টিমারের আওয়াজ,
ঘুমকেড়ে নিলো দুপুর রাত্রে।
চারদিক অন্ধকার একটু একটু আলো জ্বলিল।
সবই নিচুপ ঢ়েউগুলো প্রকট।
পাগলা হাওয়া মণ কাড়িল।
দৃশ্য গুলো ঢ়েউ এর মতো।
একটা বড় একটা ছোট।
দূরের আসমান ছোয়া যেন,
লতা পাতা, গাছ।
মনে হচ্ছে স্টিমার দোলাচ্ছে ঢ়েউয়ে।
বাতাসগুলো কর্ণে কর্ণে বলে,
তুমি ধরো আমাকে।
ভয় পেওনা, ভয় পেওনা নক্ষত্র জ্বালে।
দেখছি না আমি কিছু।
ছায়াচিত্র নেই যে আমার পিছু।
শুধু শুনি কান্নাখেকো আওয়াজ।
নারি পুরুষ একত্রে পানা চায় আল্লার।
ঢ়েউয়ের তালে মন নেচে ওঠে।
লন্ডনের আলো খেলা করে।
না ঘুমিয়ে জেলেরা নিচুপ,
মাছগুলো দেখো জেলের জালে।
ঢ়েউয়ের তালে নাছ দেখায়
পালতোলা নৌকাপথে,হাতছানি দিয়ে ডাকে।
নদির পাড়ের ঢ়েউগুলো কৃষকের বুকে।
ফসলগুলো নিয়ে গেলো পদ্মা,মেঘনা যমুনার মুখে।
দূর দৃশ্য অনেক আনন্দের,
দেখনা স্টিমারে চড়ে।
গাছগাছালি ছুয়ে দিলো নক্ষত্রগুলোকে।
টগর, কলমি ও আগাছার ফুল,
দেখে জুড়িয়া যায় দু'নয়ন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শমীক বন্দ্যোপাধ্যায় ০৯/০৯/২০১৬দারুণ