সুখ কী
সুখ কী
সোলাইমান
------------------------------------
সুখ কী?
স্বর্ণের চেয়েও দামী।
না কী?
একজন ভালো বন্ধুর চেয়েও বেশি।
সুখ মানে কী?
রুপার চেয়েও ধবধবে সাদা।
সুখ হিরা নাকি মণি?
সবাই তো খুজে নিতে চায় তাড়াতাড়ি।
সুখ কী?
সুন্দর অট্টালিকায় বসবাস করা।
না কী?
কুড়ের ঘরে সামান্য ভালোবাসা পাওয়া।
সুখ মানে কী?
পরিবারের সবাই নিজের মতো চলা।
সুখ শান্তি নাকি কষ্ট?
সবাই সবাইকে ভালোবাসো।
সুখ কী?
আদর,স্নেহ,মায়া ও মমতা।
না কী?
একে অপরজনকে ঘ্রিণা ও অবহেলা করা।
সুখ মানে কি?
হাজারও টাকা-পয়সা দিয়ে কিনে আনা পণ্য।
সুখ ভালোবাসা নাকি লোভ ও লালসা?
দু'জন দু'জনার পরস্পর পাশে থাকা।
সোলাইমান
------------------------------------
সুখ কী?
স্বর্ণের চেয়েও দামী।
না কী?
একজন ভালো বন্ধুর চেয়েও বেশি।
সুখ মানে কী?
রুপার চেয়েও ধবধবে সাদা।
সুখ হিরা নাকি মণি?
সবাই তো খুজে নিতে চায় তাড়াতাড়ি।
সুখ কী?
সুন্দর অট্টালিকায় বসবাস করা।
না কী?
কুড়ের ঘরে সামান্য ভালোবাসা পাওয়া।
সুখ মানে কী?
পরিবারের সবাই নিজের মতো চলা।
সুখ শান্তি নাকি কষ্ট?
সবাই সবাইকে ভালোবাসো।
সুখ কী?
আদর,স্নেহ,মায়া ও মমতা।
না কী?
একে অপরজনকে ঘ্রিণা ও অবহেলা করা।
সুখ মানে কি?
হাজারও টাকা-পয়সা দিয়ে কিনে আনা পণ্য।
সুখ ভালোবাসা নাকি লোভ ও লালসা?
দু'জন দু'জনার পরস্পর পাশে থাকা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শমীক বন্দ্যোপাধ্যায় ০৮/০৯/২০১৬দারুণ
-
অঙ্কুর মজুমদার ০৭/০৯/২০১৬nice1
-
ফয়জুল মহী ০৭/০৯/২০১৬লেখা যেন আপনার কবিতার ছন্দ
-
সাইয়িদ রফিকুল হক ০৭/০৯/২০১৬সুখ মানে অল্পে তুষ্ট।
-
সভ্যচাষী সপ্তম ০৭/০৯/২০১৬সুখ যে বড় অসুখরে ভাই
কর্ম ক্লান্তি ঘুমে পাই