www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

দেহ

ওভিউলেশনে পরিপক্ব ডিম ক্ষরণ,
শুক্রস্হালীর পদ্ধতি শুক্রাণু উৎপাদক।
শুক্রাণু ও ডিম্বাণুর অপূর্ণাঙ্গ পরিপক্ব,
গ্যামেটস কোষ সৃষ্টি।
দুটি হোমোলগাস জিনগুলো পৃথক ভাঙ্গা,
কায়েজমা নিজেদের ভাঙ্গা অংশ বিনিময়।
মায়োসিস প্রক্রিয়ায় উৎপন্ন হ্যাপ্লয়েড 'এন',
প্রাণকেন্দ্র দীর্ঘস্থায়ী পর্যায় সেল ডিবিশন।
নিষেক ও জাইগেট থেকে পরিস্ফুট,
এমব্রায়োজেনেসিস প্রক্রিয়া গঠন।
ব্লাস্টোমিয়ার পদ্ধতি এক,দুই,চার ও আট কোষী।
মরুলা কোষগ্রন্থ ক্রমশ এক স্তরে সজ্জিত।
ব্লাস্টুলা,ব্লাস্টোডির্ম ও ব্লাস্টোসিল গহ্বর,
পরিসমাপ্তির দশা ক্লিভেজ ভ্রূণ।
এপিডার্মিস গঠন এক্টোডার্মাল কোষস্তর,
ত্বকোদ্ভূত বিভিন্ন গ্রাণ্থি গঠিত।
মেসোডার্ম পর্যয়ে এপিমিয়ার,মেনোমিয়ার ও হাইপোমিয়ার।
মেসেনকাইমরুপে ত্বক ডার্মিস নটেকর্ড অংশ।
মায়োটোম পদ্ধতি অধিকাংশ পেশী।
রেচন,জনন অঙ্গ ও নালী সমূহ গঠন।
আর্কেন্টেরনের অন্তঃআবরণী এন্ডোডার্ম অংশ,
গলবিল,পাকস্থালী ও অন্ত্র ক্ষুদ্র থলিকা।
সকল মর্ধ্যকর্ণ,থাইরয়েড ও প্যারাথাইরয়েড গঠিত,
স্থ্লচর মেরুদন্ডী গলবিলের অঙ্কীয়ভাগে।
উপবৃদ্ধি ল্যারিংক্স,ট্রাকিয়া ও ফুসফুস।
আমনিয়টসদের মূত্রথলি,মূত্রনালি ও তৎসংলগ্লগ্রন্থি সৃষ্টি।
কলাণির্মিত পরস্পরিক সহযোগিতা ও শ্রমবণ্টন রক্ত কনিকা।
সংকোচক ও প্রসারনের মানবদেহের পাম্পযন্ত্র।
শিরা ও ধমনী রক্তকণিকা সংবাহিত,
হরমন,এনজাইম,কলা ও কোষে কোষে।
পুনরায় শুক্রাণু ও ডিম্বাণু পরিপক্ব ওবাম ও টেসটিস।
ডিম্বাণুতে প্রাপ্ত খাদ্যেই ভ্রূণের সম্পূর্ণ পরিস্ফুট ঘটে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৪২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/০৯/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • রোজারিও ১৭/০৯/২০১৬
    কি হাবিজাবি এইসব লিখছেন!! গুছিয়ে লিখুন
    • সোলাইমান ১৮/০৯/২০১৬
      আপনি একটু গুৃছিয়ে দিবেন কবি।
  • অঙ্কুর মজুমদার ১৫/০৯/২০১৬
    ...vlo..
  • বিজ্ঞানভিত্তিক।
  • মোহাম্মদ ১৫/০৯/২০১৬
    জীববিজ্ঞানী?
 
Quantcast