শান্তি
ওগো দয়াময় করি অকুতি মিনুতি করি তোমায় ভয়।
তোমার সৃষ্টি ছিলো,দৃষ্টি জুরে নিলো।
কেমন করে দিবারাত্র, হলো সকালসন্ধা।
নক্ষত্র,হেলাল,শর্বরী আহাজারি করে।
এলরে এল বেত ও জান্নাতের ঢাল।
ধৈর্য দড়ো সওম রাখো শান্তি পাবে কবরে।
কু-রিপুগুলো বন্ধ হলো,
জীন ও ইনসান আল্লাহর আদেশ মান।
এতিম,মিসকিন চেয়ে থাকে সওম কখন আসে।
তাদের অধিকার নিওনা কেড়ে টাকা পকেটে আছে।
অববস্থাসম্পন্ন ধনি যাকাত দিয়ে দাও তাড়াতাড়ি।
গরিব,মিসকিন ও এতিম খুশি করো এই দিন।
ভোরের নিদ্রা গেলো চলে,
গোসল,সুগন্ধি ও উত্তম পোশাক পরিধান করে।
চেয়ে আছে আমার দিকে ছিলো আপন,আজ অন্ধকার কবরে।
পানা ও দোয়া চাই আত্নীয়সজন আজ কবরস্থান।
হে খোদা দয়াময় বেহেস্তদান কর।
ঢল নামিলো ঈদগাহ ময়দানে,
সওম,নামাজ ও জাকাত বৈধ করে রাখিলে।
শান্তি খুজে পাবে ঐ দিন সালাতে।
মিষ্টান্নদি করিও ভোজ আত্নীয়-স্বজন,
পাড়া-প্রতিবেশী ও গরিব-মিসকিন খুসি হয়ে।
গমন করিও সকলের ঘরে ঘরে।
শান্তি খুজে পাই,হাসি খুসি তাই।
সকলে ভূলে যাই হিংসা-বিবেদ রাগ।
এই মাসটি বছরে একবার আসে,
থাকিও না অন্ধকারে বসে।
পূর্ণ করার অনেক পন্থা আছে।
তোমার সৃষ্টি ছিলো,দৃষ্টি জুরে নিলো।
কেমন করে দিবারাত্র, হলো সকালসন্ধা।
নক্ষত্র,হেলাল,শর্বরী আহাজারি করে।
এলরে এল বেত ও জান্নাতের ঢাল।
ধৈর্য দড়ো সওম রাখো শান্তি পাবে কবরে।
কু-রিপুগুলো বন্ধ হলো,
জীন ও ইনসান আল্লাহর আদেশ মান।
এতিম,মিসকিন চেয়ে থাকে সওম কখন আসে।
তাদের অধিকার নিওনা কেড়ে টাকা পকেটে আছে।
অববস্থাসম্পন্ন ধনি যাকাত দিয়ে দাও তাড়াতাড়ি।
গরিব,মিসকিন ও এতিম খুশি করো এই দিন।
ভোরের নিদ্রা গেলো চলে,
গোসল,সুগন্ধি ও উত্তম পোশাক পরিধান করে।
চেয়ে আছে আমার দিকে ছিলো আপন,আজ অন্ধকার কবরে।
পানা ও দোয়া চাই আত্নীয়সজন আজ কবরস্থান।
হে খোদা দয়াময় বেহেস্তদান কর।
ঢল নামিলো ঈদগাহ ময়দানে,
সওম,নামাজ ও জাকাত বৈধ করে রাখিলে।
শান্তি খুজে পাবে ঐ দিন সালাতে।
মিষ্টান্নদি করিও ভোজ আত্নীয়-স্বজন,
পাড়া-প্রতিবেশী ও গরিব-মিসকিন খুসি হয়ে।
গমন করিও সকলের ঘরে ঘরে।
শান্তি খুজে পাই,হাসি খুসি তাই।
সকলে ভূলে যাই হিংসা-বিবেদ রাগ।
এই মাসটি বছরে একবার আসে,
থাকিও না অন্ধকারে বসে।
পূর্ণ করার অনেক পন্থা আছে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নাজির ০৪/০৯/২০১৬খুব সুন্দর ভাবে ফুটে ওঠেছে কবিতার বিষয়বস্তু।
-
চপল ০১/০৯/২০১৬সুন্দর
-
সাইয়িদ রফিকুল হক ০১/০৯/২০১৬বিষয়বস্তু ভালো। তবে বানানে যত্নশীল হতে হবে বন্ধু।
-
মোবারক হোসেন ০১/০৯/২০১৬আমরা সবই বুঝি তবুও ভান ধরে থাকি তাই ভান ছাড়াতেে এই কবিতার খুবই প্রয়োজন।দন্যবাদ।