আনন্দ ভাবনা
বৃষ্টি শেষে বিকেল বেলা,
রংধনুরা করছে খেলা।
কাঁদা মেখে হাঁটছি পথে,
হাত রেখেছি তোমার হাতে।
লাজুক হয়ে হাসছ তুমি,
সেই হাসিকে দেখছি আমি।
আঁড় চোখেতে দেখছ আমায়
বলছো "হাতটি ছাড়বনা"।
এইতো ছিল আমার মনে উত্তেজিত কল্পনা।।।।।।।।।।।।।।।।।।
রংধনুরা করছে খেলা।
কাঁদা মেখে হাঁটছি পথে,
হাত রেখেছি তোমার হাতে।
লাজুক হয়ে হাসছ তুমি,
সেই হাসিকে দেখছি আমি।
আঁড় চোখেতে দেখছ আমায়
বলছো "হাতটি ছাড়বনা"।
এইতো ছিল আমার মনে উত্তেজিত কল্পনা।।।।।।।।।।।।।।।।।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নাজমুল আহসান ২৭/১২/২০১৪অনিন্দ্য সুন্দর, ধন্যবাদ
-
কৌশিক আজাদ প্রণয় ০৮/১২/২০১৪চমৎকার প্রেমময়ী কবিতা।
"শব্দের যত প্রণোদনা
ভালো না লেগে পারলো না। " -
মোঃ আবদুল করিম ০৩/১২/২০১৪আনন্দ ভাবনা আনন্দতায় ভরে উঠুক ,ভালো লাগলো ।
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ০৩/১২/২০১৪হমমম দারুন! রোমন্টিক................
-
সজল ০৩/১২/২০১৪না জানিয়ে আর রাখতে পারলাম কই?
-
অনিরুদ্ধ বুলবুল ০৩/১২/২০১৪দারুণ কল্পনা!
তবে, কেউ যেন না জানে....