কিছুটা আবেগের কথা
আকাশের মত নীল যদি তুমি হতে,
নদীর মতন যদি ভেসে গিয়ে স্রোতে
অজান্তে হারিয়ে জেতে অন্য নদী তটে
দূরে বহুদূরে কোনো দ্বীপের নিকটে।
তবে তো ভাবতাম তুমি আকাশ বা নদী
তুমি তো তা নও, তুমি অন্য জলদী।
ঝর্ণার মত যদি হতে চঞ্চলা,
তবে বুনো হরিণ তোমায় যেত বলা
নেমে যেতে ছুটে পাহাড়ের বুক ছুয়ে
বনের বাহিরে এসে থাকতে শুয়ে শুয়ে।
ভাবতাম তোমায় হরিণ কিংবা ঝর্ণা কোন
তুমি তো তা নও, তুমি তারও চেয়ে বুনো।
বাঁশির সুরের মতো মোহনীয় হলে
তেমায় ডাকতাম আমি ফুলের গন্ধ বলে,
নিশিরাতে শোনা যেত বিরহের গান
বাতাসে ভাসতো হয়ে ফুলের অভিমান।
ভেবে নিতাম তবে তুমি ঘ্রাণ অথবা সুর
তা নও বলেই করে গেলে হৃদয়ে ভাংচুর।
নদীর মতন যদি ভেসে গিয়ে স্রোতে
অজান্তে হারিয়ে জেতে অন্য নদী তটে
দূরে বহুদূরে কোনো দ্বীপের নিকটে।
তবে তো ভাবতাম তুমি আকাশ বা নদী
তুমি তো তা নও, তুমি অন্য জলদী।
ঝর্ণার মত যদি হতে চঞ্চলা,
তবে বুনো হরিণ তোমায় যেত বলা
নেমে যেতে ছুটে পাহাড়ের বুক ছুয়ে
বনের বাহিরে এসে থাকতে শুয়ে শুয়ে।
ভাবতাম তোমায় হরিণ কিংবা ঝর্ণা কোন
তুমি তো তা নও, তুমি তারও চেয়ে বুনো।
বাঁশির সুরের মতো মোহনীয় হলে
তেমায় ডাকতাম আমি ফুলের গন্ধ বলে,
নিশিরাতে শোনা যেত বিরহের গান
বাতাসে ভাসতো হয়ে ফুলের অভিমান।
ভেবে নিতাম তবে তুমি ঘ্রাণ অথবা সুর
তা নও বলেই করে গেলে হৃদয়ে ভাংচুর।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অপূর্ব দেব ১৯/১১/২০১৭দারুণ কবি
-
কে. পাল ১৯/১১/২০১৭ভাল
-
সোলাইমান ১৯/১১/২০১৭অনন্য, ভাল লাগা, মন কাড়া।
-
সুজয় সরকার ১৯/১১/২০১৭সুন্দর কবিতা, তবে কয়েকটি ভ্রান্তি একটু ঠিক করে নিন-জলদী নদী আছে তবে আপনি বোধকরি জলধি(সমুদ্র) লিখতে চেয়েছিলেন,'ছুয়ে' 'ছুঁয়ে' হবে;'তোমায়' 'তেমায়' হয়ে গিয়েছে আর 'শুয়ে শুয়ে' না লিখে 'তুমি শুয়ে' লিখলেই বোধহয় শ্রুতিমধুর এবং দৃষ্টিসুখকর হয়।
-
মীর মুহাম্মাদ আলী ১৮/১১/২০১৭সুন্দর ভাবে কাব্যিক কথন উপস্থাপন।