www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বাবা

কখনো যদি ধৈর্যশীলদের তালিকা করি
তবে প্রথমে যে মানুষটিকে রাখব
তিনি হলেন বাবা,

ছোটবেলা থেকেই বাবা কে দেখে আসছি
বড্ড অদ্ভুত এক মানুষ,
যতই দেখতাম ততই অবাক হতাম।

খুব কাছ থেকে দেখেছি মানুষটাকে,
দেখেছি তার কপালের প্রতিটি ভাজ,
দেখেছি প্রতিটি ভাঁজের ভিতর
লুকিয়ে থাকা সহস্র অন্ধকার,

বাবারা না হাসলে নাকি সন্তানের
আনন্দের পূর্ণতা আসে না
তাই শত হতাশার মাঝে বাবাও হাসতো,
হাসতো আমাদের প্রতিটি উৎসবে,
প্রতিটি আনন্দে।

ছেলেবেলায় দেখেছি খুব ভোরে
কোথায় যেন হারিয়ে যেত মানুষটি
সন্ধ্যাবেলায় অন্ধকার ঘনিয়ে
আসার সাথে সাথে
বাবারও ফের আগমন ঘটতো,
প্রতিদিন-ই আমাদের জন্য নিয়ে আসতো
টুকরো একটু সুখ,
অবুঝের মতো যখন সুখের দাম
জানতে চাইতাম বাবা তখন হেসে বলত
সুখ কিনতে টাকা লাগে না,
মন লাগে।
পরে যখন একদিন জানতে পারলাম
মানুষটি তার স্বপ্নগুলো বিক্রি করে
সুখ কিনে দিত আমাদের,
তখন জানতে খুব ইচ্ছে হল
বাবাদের মনটা না জানি কতো বড়!

বাবার চোখ দিয়ে অশ্রু ঝরতো কিনা
তা জানা নেই
তবে মা’কে বলতে শুনেছি
মানুষটার চোখ দিয়ে নাকি
প্রায় রক্ত ঝরত।

ধীরে ধীরে মানুষটিকে
যখন জানতে শিখলাম ,বুঝতে শিখলাম
তখন-ই মানুষটির সকল রক্ত মাংসের
ক্ষরণ শুরু হল
শেষ দিকে শুনেছি মানুষটার
ফুসফুসেও নাকি পঁচন ধরেছিল,

শত ঝড়ে যে মানুষটি প্রাচীর হয়ে
আগলে রাখতো আমাদের
সেও একদিন ধাবমান বস্তুর মতো
মৃত্যুর দিকে ধাবিত হতে লাগলো,

শুনেছি মৃত মানুষেরা
জীবিতদের স্বপ্নে খুব কম আসে
কিন্তু আমাদের প্রতিটি স্বপ্নে
বাবা আসতো,সাহস দিত,
বাবা মানুষটা যে এমনি
সন্তানের জন্য কতো
নিয়মও ভাঙতে পারে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৬৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২০/০৫/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • চমৎকার অনুধাবন।
  • কে. পাল ২২/০৫/২০১৮
    বেশ
  • আহা! বাবা! কি পরম নির্ভরতার, কি ভালোবাসার নাম!
  • তরুণ কান্তি ২১/০৫/২০১৮
    অসাধারণ ! অতুলনীয় লেখা ।
  • পৃথিবীর সকল বাবা কে শ্রদ্ধা ও সালাম
  • মোঃ আরিফুল মিয়া ২১/০৫/২০১৮
    অনেক ভালো লেখেছেন কবি বন্দু
  • অনেক সুন্দর।
  • খুব ভাল লিখছেন...
 
Quantcast