শিঁকায় তোলা ভালোবাসা
চোখের দেয়ালকে সরিয়ে দিলেই
দেখতে পাবেন শিঁকায় তুলে রাখা
মায়ের জন্য আমার একগুচ্ছ ভালোবাসা।
প্রতি একবছর পর পর
চোখের দেয়াল সরিয়ে
সে স্থবির ভালোবাসার সবটুকুই
নিবেদন করি মায়ের চরণে,
সকাল থেকে সন্ধ্যা অবধি
করি কদমবুচি,
করি পূজো,
এবং,
ধরে নেওয়া যায়
এতে মা খুশিই হন।
কারণ,
উক্ত সময়ে বাবার কথা মনে করে
কোনো চোখের জল অপচয় করেন না,
যা তিনি রোজ করেন।
সন্ধ্যা নেমে আসলেই
ফিরে আসে চোখের দেয়াল।
আদেশ জারি হয়-
“মায়ের প্রতি ভালোবাসা আবার
একবছরের জন্য শিঁকায় তোলা হোক।”
যেহেতু আমি কনফর্মিস্ট,
তাই,সম্মতিসূচক পত্রে
জানিয়ে দিই আমার উত্তর।
দেখতে পাবেন শিঁকায় তুলে রাখা
মায়ের জন্য আমার একগুচ্ছ ভালোবাসা।
প্রতি একবছর পর পর
চোখের দেয়াল সরিয়ে
সে স্থবির ভালোবাসার সবটুকুই
নিবেদন করি মায়ের চরণে,
সকাল থেকে সন্ধ্যা অবধি
করি কদমবুচি,
করি পূজো,
এবং,
ধরে নেওয়া যায়
এতে মা খুশিই হন।
কারণ,
উক্ত সময়ে বাবার কথা মনে করে
কোনো চোখের জল অপচয় করেন না,
যা তিনি রোজ করেন।
সন্ধ্যা নেমে আসলেই
ফিরে আসে চোখের দেয়াল।
আদেশ জারি হয়-
“মায়ের প্রতি ভালোবাসা আবার
একবছরের জন্য শিঁকায় তোলা হোক।”
যেহেতু আমি কনফর্মিস্ট,
তাই,সম্মতিসূচক পত্রে
জানিয়ে দিই আমার উত্তর।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মনিরুজ্জামান প্রমউখ ১৯/০৫/২০১৮প্রকাশে প্রমাণ। দ্বৈততায় যদি দোদুল্য।।
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ১৯/০৫/২০১৮একটা দর্শনিক মতবাদ
আর
একটা ভাল থিম আছে এখানে!!!! -
ফাহ্মিদা বারী ১৮/০৫/২০১৮ডিজিটাল অনুভূতি। আমার এই ভাবের একটা কবিতা আছে। আপনারটা বেশ লাগলো।
-
সাইয়িদ রফিকুল হক ১৭/০৫/২০১৮একদিন বছরের সব দিনকে মনে করিয়ে দেওয়ার জন্য।
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১৭/০৫/২০১৮বাহ! কি দারুন।
শুভেচ্ছা রইল। -
সেলিম রেজা সাগর ১৭/০৫/২০১৮ভাল