শাশ্বত প্রেম
সেদিন দোলযাত্রা শেষে
সবাই যখন বাড়ি ফিরছিল
আমরা তখন গোধূলির আকাশের দিকে তাকিয়ে
পা ডুবিয়ে বসেছিলাম সাগর কিনারে,
শুনেছি প্রেমিক প্রেমিকাদের
ঘরে ফিরতে নেই,
তাইতো,
তুমি আমি চোখে চোখ রেখে
রয়ে গেলাম সেদিন,
প্রেমের সাগরে ডুব দিয়ে
কাটিয়েছি আরও একটি বছর,
নতুন উৎসবে নতুন সাজে সেজে
ফের আমাদের আগমন,
দেখতে দেখতে কেটে গেল শত উৎসব
শত উৎসবে শত মানুষ ফিরেছে ঘরে,
কখনো ফেরা হয়নি আমাদের ,
শাশ্বত প্রেমিক প্রেমিকা হয়ে
শত রূপে শতবার রয়ে গেছি আমরা।
সবাই যখন বাড়ি ফিরছিল
আমরা তখন গোধূলির আকাশের দিকে তাকিয়ে
পা ডুবিয়ে বসেছিলাম সাগর কিনারে,
শুনেছি প্রেমিক প্রেমিকাদের
ঘরে ফিরতে নেই,
তাইতো,
তুমি আমি চোখে চোখ রেখে
রয়ে গেলাম সেদিন,
প্রেমের সাগরে ডুব দিয়ে
কাটিয়েছি আরও একটি বছর,
নতুন উৎসবে নতুন সাজে সেজে
ফের আমাদের আগমন,
দেখতে দেখতে কেটে গেল শত উৎসব
শত উৎসবে শত মানুষ ফিরেছে ঘরে,
কখনো ফেরা হয়নি আমাদের ,
শাশ্বত প্রেমিক প্রেমিকা হয়ে
শত রূপে শতবার রয়ে গেছি আমরা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মনিরুজ্জামান প্রমউখ ১৭/০৫/২০১৮শাশ্বত প্রেমে'র আখ্যান। ভালো। তবে- ভেতরে'র বয়ান, যেনো- অসমাপ্ত রেখেছেন, নিজে'র তাগিদে'ই- কবি। হয়-তো শাশ্বতে'র রূপায়ন'ই এমন। হয়-তো ভোলা হয়ে, থাকতে চাওয়া'ই কবি'র প্রকৃতি।।
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ১৬/০৫/২০১৮বেশ ভাল প্রেমের কাহিনী ।
তারুণ্য ব্লগে আপনাকে স্বাগতম ।
আপনার সুপ্রদীপ্ত লেখায় সমৃদ্ধ হোক এই ব্লগ । -
পবিত্র চক্রবর্তী ১৬/০৫/২০১৮সুন্দর তবে প্রথম অনুচ্ছেদ মনে হয় ডুবিয়ে হবে ॥
-
কামরুজ্জামান সাদ ১৫/০৫/২০১৮শিরোনাম ঠিক করে নিন