অপূর্ণতা
অভিশপ্ত জীবন,
বয়ে বেড়ায় এখন,
সুখের দুর্গে মমতার হানা,
লণ্ডভণ্ড প্রেমের বন্ধন।
মমতার বাঁধনে বাধন,
নতুন জাহানের আগমন,
শত সুখের মাঝেও,
পায়না খুঁজে প্রেমের মাধ্যম।
দিবস ঘুরে আসে রজনীর বার্তা,
দুটি মনের হয়না এক আত্মা।
জীবনের পঞ্জিকায় রয়ে গেল অপূর্ণ,
মমতার বাধনের কেটে গেল তারটা।
বয়ে বেড়ায় এখন,
সুখের দুর্গে মমতার হানা,
লণ্ডভণ্ড প্রেমের বন্ধন।
মমতার বাঁধনে বাধন,
নতুন জাহানের আগমন,
শত সুখের মাঝেও,
পায়না খুঁজে প্রেমের মাধ্যম।
দিবস ঘুরে আসে রজনীর বার্তা,
দুটি মনের হয়না এক আত্মা।
জীবনের পঞ্জিকায় রয়ে গেল অপূর্ণ,
মমতার বাধনের কেটে গেল তারটা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আবু সাহেদ সরকার ০৫/০৬/২০১৪দারুন প্রেম কাহিনী। ভালো লাগলো।
-
ইব্রাহিম খলিল আমিদ ০৫/০৬/২০১৪ভালো লেখনী।
-
কবি মোঃ ইকবাল ০৫/০৬/২০১৪দারুন ছন্দে লিখেছেন আশিক ভাই।