মা
আজ মা দিবস,
কত কিছু দেখলাম।
মাকে নিয়ে আজকের মাতামাতি,
দেখে শুধু হাসলাম।
দশ মাস দশদিন,
গর্ভে করেছে ধারণ।
বছরের এই একটি দিনে কি,
করবে মাকে স্মরণ ?
মায়ের মুখের হাসিতে,
যদি একটি হজ্জ হয়,
প্রতিটি দিনে সেই হাসি মুখটি দেখা,
কি সবার কাম্য নয়??
গাধার মত পালন করি,
ঢাক ঢোল পিটিয়ে,
মা মোদের মাথার মনি,
গেঁথে রাখো হৃদয়ে।
যাদের মাঝে মা নেয়,
কবরের পাশে যাও,
আল্লাহ্ রাব্বুল আলামিনের কাছে,
মায়ের জন্য দোয়া চাও।
কত কিছু দেখলাম।
মাকে নিয়ে আজকের মাতামাতি,
দেখে শুধু হাসলাম।
দশ মাস দশদিন,
গর্ভে করেছে ধারণ।
বছরের এই একটি দিনে কি,
করবে মাকে স্মরণ ?
মায়ের মুখের হাসিতে,
যদি একটি হজ্জ হয়,
প্রতিটি দিনে সেই হাসি মুখটি দেখা,
কি সবার কাম্য নয়??
গাধার মত পালন করি,
ঢাক ঢোল পিটিয়ে,
মা মোদের মাথার মনি,
গেঁথে রাখো হৃদয়ে।
যাদের মাঝে মা নেয়,
কবরের পাশে যাও,
আল্লাহ্ রাব্বুল আলামিনের কাছে,
মায়ের জন্য দোয়া চাও।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আহমাদ সাজিদ ১৩/০৫/২০১৪আমীন
-
কবি মোঃ ইকবাল ১২/০৫/২০১৪আমি এই ব্লগ সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ লিখা লিখেছি, দয়াকরে পড়বেন এবং আপনার মতামত প্রদান করবেন আশাকরি।
-
কবি মোঃ ইকবাল ১১/০৫/২০১৪মায়ের কবিতা খুব ভালো লাগলো।
পৃথিবীর সকল মা'কে আমার বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা জানাই।