মা - মাগো
মা, মাগো,
তুমি আজ কোথায়,
মায়ায় ভরা মুখটি তোমার ,
যখন আমি চাই,
দুঃখ ভুলে বুকের ভিতর
শান্তি তখন পাই।
ও মা, মাগো।
যখন তোমায় ছবি,
সামনে এসে যায়
মনের সব দুঃখগুলি,
আমি ভুলে যাই।
অনাবিল সুখ আর আনন্দে,
জীবনের ছন্দ খুঁজে পাই।
মাগো , মা,
তোমার কোমল পরশে,
তৃষ্ণা মিটে যায়।
পৃথিবীর বুকে অন্য কোথায়,
তার সন্ধান মেলা দায়,
তোমার মিষ্টি ভরা চেহারা,
যদি দেখি একটি বার,
একশত হজ্জের ছওয়াবের,
শুধু আমিই ভাগীদার।
তুমি আজ কোথায়,
মায়ায় ভরা মুখটি তোমার ,
যখন আমি চাই,
দুঃখ ভুলে বুকের ভিতর
শান্তি তখন পাই।
ও মা, মাগো।
যখন তোমায় ছবি,
সামনে এসে যায়
মনের সব দুঃখগুলি,
আমি ভুলে যাই।
অনাবিল সুখ আর আনন্দে,
জীবনের ছন্দ খুঁজে পাই।
মাগো , মা,
তোমার কোমল পরশে,
তৃষ্ণা মিটে যায়।
পৃথিবীর বুকে অন্য কোথায়,
তার সন্ধান মেলা দায়,
তোমার মিষ্টি ভরা চেহারা,
যদি দেখি একটি বার,
একশত হজ্জের ছওয়াবের,
শুধু আমিই ভাগীদার।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কবি মোঃ ইকবাল ১১/০৫/২০১৪
-
সফিউল্লাহ আনসারী ১১/০৫/২০১৪আসুন মা কে প্রতিদিনি ই
ভালো বাসি.... -
সজল ৩০/০৪/২০১৪nice
-
এস,বি, (পিটুল) ৩০/০৪/২০১৪darun lekhsan
-
পিয়ালী দত্ত ৩০/০৪/২০১৪অসাধারন...
-
সাইফুর রহমান ৩০/০৪/২০১৪sundor hoyeche,,,..shuveccha roilo..likhe jan!
-
জোছনা ভেজা মন ৩০/০৪/২০১৪বাহ, সুন্দর
মা তোমাকে হাজারো সালাম।