প্রবাস জীবন
আমরা বাংলাদেশী,
বলতে এখন ঘৃণা লাগছে,
দুবাই এর প্রতিটি জায়গায়,
অপমান আর অপদস্ত হচ্ছে,
আজ আমার এলাকায় ১৫ জন বাংলাদেশীকে,
মারতে মারতে পুলিশ নিয়ে গেল,
অন্য সব দেশের লোক গুলিকে,
স-সম্মানে ছেড়ে দিল।
যে দেশে জন্ম আমার,
সেই দেশের সরকার কার?
এত কষ্টে কাটছে জীবন,
কোথায় ও নাই আম্বেসেডর।
দেশ ছেড়ে বিদেশ এলাম,
অর্থ বিত্ত সবই হারালাম।
প্রবাস জীবনে এত জ্বালা,
দুবাই এসে হারে হারে টের পেলাম।
বলতে এখন ঘৃণা লাগছে,
দুবাই এর প্রতিটি জায়গায়,
অপমান আর অপদস্ত হচ্ছে,
আজ আমার এলাকায় ১৫ জন বাংলাদেশীকে,
মারতে মারতে পুলিশ নিয়ে গেল,
অন্য সব দেশের লোক গুলিকে,
স-সম্মানে ছেড়ে দিল।
যে দেশে জন্ম আমার,
সেই দেশের সরকার কার?
এত কষ্টে কাটছে জীবন,
কোথায় ও নাই আম্বেসেডর।
দেশ ছেড়ে বিদেশ এলাম,
অর্থ বিত্ত সবই হারালাম।
প্রবাস জীবনে এত জ্বালা,
দুবাই এসে হারে হারে টের পেলাম।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুরজিৎ সী ২০/০৫/২০১৪
-
এস,বি, (পিটুল) ২২/০৪/২০১৪কবিতাটি ভালো লাগলো, আমার কবিতায় আসার আমন্ত্রন জানাই।
-
মীর মামুন হোসেন ২২/০৪/২০১৪বাংলাদেশের রাষ্ট্র পরিচালনায় গণগন্ত্রের নামে
দুটি পরিবার তন্ত্রে নিয়ন্ত্রিত।
তাই আজ বাংলাদেশের এ বেহাল দশা
এ থেকে বাঁচতে প্রয়োজন রাজনৈতিক বিপ্লব। -
প্রবাসী পাঠক ২১/০৪/২০১৪কবিতা নিয়ে কি বলব! মধ্যপ্রাচ্যে বাংলাদেশীদের কষ্টের জীবনের প্রতিচ্ছবি তুলে এনেছেন কবিতায়।
দুবাইতে বাংলাদেশের একখানা এম্বাসি আছে শুধুমাত্র শোভা বর্ধনের জন্য। আমাদের দেশের শ্রমিকদের ভাল মন্দ দেখা কিংবা আমাদের শ্রমিকদের সুবিধা আদায়ের জন্য কোন কাজ করা সম্ভবত তাদের কাজের মধ্যে পরে না। আর আমাদের সরকার তাদের নিয়ে কথা বলার কিছু নেই। প্রতিটি দেশের একটি পররাষ্ট্রনীতি থাকে। শুধুমাত্র বাংলাদেশের ক্ষেত্রে মনে হয় পররাষ্ট্রনীতির কোন প্রয়োজন নেই। অন্যান্য দেশ যেখানে দুবাই সরকার থেকে সুবিধা আদায়ে ব্যস্ত সেখানে আমাদের দেশের সরকার মনে হয় নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে।
কবিতাটি পড়ে খুবই দুঃখ পেলাম