শ্বাস-প্রশ্বাসে তোমার বিচরণ
তুমি আমার আঙ্গিনা থেকে,
অনেক দূরে আছ,
আমার ভাললাগার চাওয়া পাওয়া গুলোকে,
ধুলোবালিতে মিশিয়ে দিয়েছ,
যতই কাছে আসতে চেয়েছি,
তুমি সাত সমুদ্র পাড়ি দিয়েছ।
তুমি চলে গেছ,
তাতে কি?
আমার মাঝে তো তোমাকে বাঁচিয়ে রেখেছি।
আমার প্রতিটি শ্বাসপ্রশ্বাসে যার অনুভুতি বিচরণ,
জীবনের সন্ধিক্ষণেও যাকে কাছে পাবার জন্য ব্যাকুল এই মন,
সেতো আর কেউ নয়,
তুমিই আমার প্রিয় সেই জন।
আমাকে তুমি,
তোমার মনের আয়নাতে কখনো খোঁজ করবেনা জানি,
তাতে কি?
আমার মনের আয়নাতে তোমাকে সাজিয়ে রেখেছি।
অনেক দূরে আছ,
আমার ভাললাগার চাওয়া পাওয়া গুলোকে,
ধুলোবালিতে মিশিয়ে দিয়েছ,
যতই কাছে আসতে চেয়েছি,
তুমি সাত সমুদ্র পাড়ি দিয়েছ।
তুমি চলে গেছ,
তাতে কি?
আমার মাঝে তো তোমাকে বাঁচিয়ে রেখেছি।
আমার প্রতিটি শ্বাসপ্রশ্বাসে যার অনুভুতি বিচরণ,
জীবনের সন্ধিক্ষণেও যাকে কাছে পাবার জন্য ব্যাকুল এই মন,
সেতো আর কেউ নয়,
তুমিই আমার প্রিয় সেই জন।
আমাকে তুমি,
তোমার মনের আয়নাতে কখনো খোঁজ করবেনা জানি,
তাতে কি?
আমার মনের আয়নাতে তোমাকে সাজিয়ে রেখেছি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সফিউল্লাহ আনসারী ১৬/০৫/২০১৪
valoo lagloo...