আকাশের বুকে কষ্ট
আকাশের বুকে এত কান্না,
এত অঝোর ধারার বর্না।
কিন্ত কিসের এত কষ্ট ?
কেউ কি কখনো অনুধাবন করেছে?
কেমন করেই বা করবে!
সবাই যে আজ সুখ ভোগ করার জন্য লড়বে।।
দূর থেকে দূরান্তের,
ছুটে চলে দুঃখগুলি সঙ্গী করে,
তবুও কি সেই সুখের ঠিকানা খুঁজে পায়?
মনের কষ্ট মনের মাঝে লালন করে,
চোখের জলে সাগর বানিয়ে যায়।
এত অঝোর ধারার বর্না।
কিন্ত কিসের এত কষ্ট ?
কেউ কি কখনো অনুধাবন করেছে?
কেমন করেই বা করবে!
সবাই যে আজ সুখ ভোগ করার জন্য লড়বে।।
দূর থেকে দূরান্তের,
ছুটে চলে দুঃখগুলি সঙ্গী করে,
তবুও কি সেই সুখের ঠিকানা খুঁজে পায়?
মনের কষ্ট মনের মাঝে লালন করে,
চোখের জলে সাগর বানিয়ে যায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এস,বি, (পিটুল) ২০/০৪/২০১৪কবিতাটি ভালো লাগলো, আমার কবিতার পেজর আমন্ত্রন জানাই।