www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

এপ্রিল ফুল

পহেলা এপ্রিল মানে,
পরস্পরকে শুভেচ্ছা-সৌহার্দ জানাবার জন্য নয়।
পূর্ণ দিনটিতে,
মিথ্যা প্রবঞ্চনায় আশ্রয়ে মানুষকে বোকা বানানো হয়।

পহেলা এপ্রিল মানে,
ক্রুসেধার গোষ্ঠীর কর্তৃক নির্মম হত্যার কথা স্মরণ করিয়ে দেয়,
ইহুদি খৃষ্টানরা,
মুসলমানদের উপর অত্যাচার করে দিনটিকে আপন করে নেয়।

পহেলা এপ্রিল স্পেনে,
মুসলমানের শাসন ৮০০ বছর ধ্বংসের দিন যাপন করা হয়,
ফারডিন্যান্ড গ্রানাডায় ধোঁকায়,
তাণ্ডবলীলায় হাজার হাজার মুসলমানকে রক্তে লালে লাল করা হয়।

পহেলার এপ্রিল মানে,
মুসলমানদের আনন্দ উদযাপন করার দিনটি নয়,
কষ্টময় দিনটিতে বলতে ইচ্ছে হয়,
হেয় মুসলমান জাতি, এই দিনটি শুধু খ্রিষ্টানদের হয়।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬২০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০২/০৪/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • মোঃওবায় দুল হক ০৪/০৪/২০১৪
    Nice
 
Quantcast