একাকীত্ব
ঝিঁঝিঁ পোকার প্রতিধ্বনি,
ভেসে বেড়ায় গগনে,
দুটি আঁখি ছেয়ে আছে,
নিদ্রাহীন দুনয়নে।
স্মৃতিগুলি তাড়া করে,
শুন্য আঁধার প্রাণেতে।
লাল শাড়ি জড়িয়ে,
মিশে গেলে স্মৃতিতে।
ধিকি ধিকি জ্বালিয়ে গেলে,
মনের ভিতর আগুনে,
নষ্ট করে ছুঁড়ে দিলে,
সুখের স্বর্গ অনলে।
ভেসে বেড়ায় গগনে,
দুটি আঁখি ছেয়ে আছে,
নিদ্রাহীন দুনয়নে।
স্মৃতিগুলি তাড়া করে,
শুন্য আঁধার প্রাণেতে।
লাল শাড়ি জড়িয়ে,
মিশে গেলে স্মৃতিতে।
ধিকি ধিকি জ্বালিয়ে গেলে,
মনের ভিতর আগুনে,
নষ্ট করে ছুঁড়ে দিলে,
সুখের স্বর্গ অনলে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃওবায় দুল হক ০২/০৪/২০১৪Nice
-
বিপ্লব সিংহ ০২/০৪/২০১৪মন যখন আপনার একলা থাকে
আহাঃ কতই না স্মৃতি আসে আপনার কাছে।
কি দারুণ সাজিয়েছেন স্মৃতিকে লাল শারি পড়িয়ে
ভালো লাগল কবি আপনার কবিতা পড়ে। -
মুনিরুল্লাহ রাইয়ান ০১/০৪/২০১৪সত্যিই কী?