প্রবাস (পার্ট ১)
লক্ষ টাকা উজাড় করে,
দেশ থেকে দেশান্তের।
নারী গাড়ি গড়বে বাড়ি,
হাজার স্বপ্ন অন্তরে।
গগন পথে বাগছে গাড়ি,
মেঘ রাশির তীরে,
কুটি মাইল পাড়ি দিয়ে,
পৌঁছে আপন নীড়ে।
কাগজ পত্র সবই আছে,
জুট জামেলা নাই,
অনুমতিতে ছাপ পড়েছে,
স্বপ্ন লক্ষে যায়।
-------------চলবে।
দেশ থেকে দেশান্তের।
নারী গাড়ি গড়বে বাড়ি,
হাজার স্বপ্ন অন্তরে।
গগন পথে বাগছে গাড়ি,
মেঘ রাশির তীরে,
কুটি মাইল পাড়ি দিয়ে,
পৌঁছে আপন নীড়ে।
কাগজ পত্র সবই আছে,
জুট জামেলা নাই,
অনুমতিতে ছাপ পড়েছে,
স্বপ্ন লক্ষে যায়।
-------------চলবে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।