www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কষ্ট

গরীব ঘরে জন্ম নিয়ে,
দুঃখের সঙ্গে বসবাস ।
আনাহারে বেলা কাটে,
পায়না সুখের আবাস ।।

বন্ধু বান্ধব পাড়ার স্বজন,
কেউ নেয়না খোঁজ ।
দু মুঠো অন্নের তরে,
নেমে আসে দুর্যোগ ।।

ঘরের লক্ষ্মী যায় দুরে,
আভাবের তরে পড়ে ।
সময়ের তালে ভালবাসা,
ভেসে চলে অন্নের ঘরে ।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬০৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৪/০৩/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast