কষ্ট
গরীব ঘরে জন্ম নিয়ে,
দুঃখের সঙ্গে বসবাস ।
আনাহারে বেলা কাটে,
পায়না সুখের আবাস ।।
বন্ধু বান্ধব পাড়ার স্বজন,
কেউ নেয়না খোঁজ ।
দু মুঠো অন্নের তরে,
নেমে আসে দুর্যোগ ।।
ঘরের লক্ষ্মী যায় দুরে,
আভাবের তরে পড়ে ।
সময়ের তালে ভালবাসা,
ভেসে চলে অন্নের ঘরে ।।
দুঃখের সঙ্গে বসবাস ।
আনাহারে বেলা কাটে,
পায়না সুখের আবাস ।।
বন্ধু বান্ধব পাড়ার স্বজন,
কেউ নেয়না খোঁজ ।
দু মুঠো অন্নের তরে,
নেমে আসে দুর্যোগ ।।
ঘরের লক্ষ্মী যায় দুরে,
আভাবের তরে পড়ে ।
সময়ের তালে ভালবাসা,
ভেসে চলে অন্নের ঘরে ।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এস,বি, (পিটুল) ২০/০৪/২০১৪কবিতাটি ভালো লাগলো, আমার কবিতার পেজর আমন্ত্রন জানাই।