www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মা - মাগো

মা - মাগো,
তুমি কি শুনতে পাও,?
বুক ভরা কষ্ট বয়ে বেড়াচ্ছি,
তোমার বুকে আমার মাথাটা নিয়ে নাও।

ওমা - মাগো,
তুমি কি দেখতে পাও?
বিষণ্ণ চেহেরার মাঝে হাহকারের সুর,
তোমার হাসির ঝলকে দূর করে দাও।

মাগো - মা,
তুমি একটু বলে দাও।
পৃথিবীর মাঝে এতো জ্বালা,
সব দূর করে, কেমন করে জীবন চালাও??

মাগো- ওমা,
একটু  দোয়া করে দাও।
তোমার ফরিয়াদ শুনবে খোদা,
পৃথিবীর মাঝে একটু সুখ এনে দাও।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮১৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২১/০৩/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • অরণ্য ২১/০৩/২০১৪
    সুন্দর লিখেছেন। তবে নিচের বানানগুলো ঠিক করে নিনঃ

    ভীসন্ন - বিষণ্ণ
    হাসির জ্বলোকে - হাসির ঝলকে
    • আশিক রহমান ২১/০৩/২০১৪
      Thanks for correction
  • মোঃওবায় দুল হক ২১/০৩/২০১৪
    অসাধারন!দারুন,হয়ছে!
 
Quantcast