চেতনায় একুশ
মহাকালের গর্ভে বিলীন হয়ে যায়,
যুগ থেকে যুগান্তরে।।
বাহান্নের সেই একুশের দিনটি,
গেঁথে আছে সবার অন্তরে ...।।
মেডিকেল কলেজের সেই রাস্তাতে,
রক্ত করবী রচয়িত এক নিমিষে।।
হায়ানার আচমকা গুলি বর্ষণে,
বিঁধে গেল কয়েক তাজা প্রাণেতে।।
একুশ আমায় উদবুদ্ধ করে,
আবেগ তাড়া করে সারাক্ষন ।।
নতুন শপথে বলিয়ান মোরা,
বৃথা যাবেনা রক্তের বাঁধন।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সফিউল্লাহ আনসারী ১৭/০৫/২০১৪চমৎকার
-
পল্লব ২১/০২/২০১৪সুন্দর লিখেছেন। সাথের ছবিগুলো আরও অনেক না বলা কথাও ফুটিয়ে তুলেছে এখানে। চমৎকার উদ্যোগ। ধন্যবাদ।