অসমাপ্ত জীবন
যে রাস্তায় চলছি,
তার নাই সীমানা।
কোথা যাচ্ছে জীবন,
সব যেন অজানা।।
যে সপ্ন চোখে,
ভেসে চলে রাত-বিরাত।
পূর্ণতা পাবার পূর্বে,
নেমে আসে প্রভাত।।
যে হৃদয় বুকে,
বাঁধা ক্ষুদ্র থলে।
একাকী যন্ত্রনার হাহাকার,
বুক ভাসে জলে।।
যে মমতা মাখা,
আশীর্বাদ ভরা জীবন,
পূর্ণতা পেয়েও অপূর্ণ,
কিছু ভুলের কারণ।।
তার নাই সীমানা।
কোথা যাচ্ছে জীবন,
সব যেন অজানা।।
যে সপ্ন চোখে,
ভেসে চলে রাত-বিরাত।
পূর্ণতা পাবার পূর্বে,
নেমে আসে প্রভাত।।
যে হৃদয় বুকে,
বাঁধা ক্ষুদ্র থলে।
একাকী যন্ত্রনার হাহাকার,
বুক ভাসে জলে।।
যে মমতা মাখা,
আশীর্বাদ ভরা জীবন,
পূর্ণতা পেয়েও অপূর্ণ,
কিছু ভুলের কারণ।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
প্রবাসী পাঠক ১৯/০২/২০১৪
তারুণ্যে স্বাগতম।