মোনালিসাদের দেশে
রহস্যের ধুম্র জালে বাঁধা
তোমার এক অক্ষি দৃষ্টি
মনে হয় মুহূর্তে ঝরাবে এক পশলা বৃষ্টি।
চুল থেকে নখ ভিজিয়ে দিয়ে
একটু প্রসূন হাসি হেসে,
আবার কোনো শিল্পে ঝুকবে
এ যুগে হাজার হাজার মোনালিসা এসেছে বাস্তবে।
জগদ্বিখ্যাত শিল্পীও আছে চেয়ে
কখন তারা নামবে লোকালয়ে,
বাংলার নদী-মা-মাটি ভালবেসে।
তোমার এক অক্ষি দৃষ্টি
মনে হয় মুহূর্তে ঝরাবে এক পশলা বৃষ্টি।
চুল থেকে নখ ভিজিয়ে দিয়ে
একটু প্রসূন হাসি হেসে,
আবার কোনো শিল্পে ঝুকবে
এ যুগে হাজার হাজার মোনালিসা এসেছে বাস্তবে।
জগদ্বিখ্যাত শিল্পীও আছে চেয়ে
কখন তারা নামবে লোকালয়ে,
বাংলার নদী-মা-মাটি ভালবেসে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জয় শর্মা ২১/০৪/২০১৬খুব ভালো।
-
প্রদীপ চৌধুরী. ২১/০৪/২০১৬ভাল
-
দেবব্রত সান্যাল ২০/০৪/২০১৬ধুম্র , জগদ্বিখ্যাত ।