কাকের কাব্য
পড়ন্ত বিকেল,
গোধূলির লালিমা অদৃশ্য হয়ে যাচ্ছে
মোয়াজ্জেন আজান দিচ্ছে মাগরীবের
কেউবা সন্ধ্যা আরতীতে ব্যস্ত
ব্যস্ত উড়ন্ত পক্ষী,
ব্যস্ত উড়ন্ত কাক।
তাকে নীড়ে ফিরতে হবে।
আঁধার ঘনার আগে তাকে
পাড়ি দিতে হবে ক্রোশ ক্রোশ পথ।
ছুটে যেতে হবে কোলাহলহীন
সবুজ গাছ-গাছালি পূর্ণ গ্রাম-গ্রামান্তরের পথে।
যেতে হবে স্ত্রীর কাছে,
তাঁর স্ত্রী যে তার অপেক্ষায়....
গরীবের সংসার,
তবুও স্ত্রীকে সোহাগ করতে হবে।
বিশ্রামও নিতে হবে তাকে
আরও একটি কাকডাকা ভোরের জন্য।
ঐশ্বর্যের জন্য নয়
দুমোঠো অন্নের সন্ধানে
বের হতে হবে কোনো এক নতুন দিনে.......
গোধূলির লালিমা অদৃশ্য হয়ে যাচ্ছে
মোয়াজ্জেন আজান দিচ্ছে মাগরীবের
কেউবা সন্ধ্যা আরতীতে ব্যস্ত
ব্যস্ত উড়ন্ত পক্ষী,
ব্যস্ত উড়ন্ত কাক।
তাকে নীড়ে ফিরতে হবে।
আঁধার ঘনার আগে তাকে
পাড়ি দিতে হবে ক্রোশ ক্রোশ পথ।
ছুটে যেতে হবে কোলাহলহীন
সবুজ গাছ-গাছালি পূর্ণ গ্রাম-গ্রামান্তরের পথে।
যেতে হবে স্ত্রীর কাছে,
তাঁর স্ত্রী যে তার অপেক্ষায়....
গরীবের সংসার,
তবুও স্ত্রীকে সোহাগ করতে হবে।
বিশ্রামও নিতে হবে তাকে
আরও একটি কাকডাকা ভোরের জন্য।
ঐশ্বর্যের জন্য নয়
দুমোঠো অন্নের সন্ধানে
বের হতে হবে কোনো এক নতুন দিনে.......
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জয় ৩১/০৫/২০১৬হয়ত জিবনের কাব্য
-
সোহান শরীফ ০৯/০৩/২০১৬ধন্যবাদ মাহবুব ভাই ভুলগুলো ধরিয়ে দেবার জন্য আপনার মত বড় ভাই না থাকলে ভুলই থেকে যেতো, অসংখ্য ধন্যবাদ। পরামর্শ দিয়ে পাশে থাকবেন আশা করি।
-
রইস উদ্দিন খান আকাশ ০৯/০৩/২০১৬গতিশীল জীবন
-
মাহাবুব ০৮/০৩/২০১৬কোলাহলহীন নাকি কালাহলহীন হবে কবি দেখেনিবেন।
তবে আপনার আরো কিছু ভুল আছে যেমন ভোরোরে জন্য লিখছেন এটা কি তাই হবে নাকি ভোরের জন্য হবে।
পুরো কবিতাটা আবার পড়ে দেখবেন কবি,আশাকরি ভুলটা যাচাই করে ঠিক করবেন।