ইন্দ্রানী
দাড়িয়ে আছ এক কোণে
বাজিয়ে বাশিঁ আমারই মনে,
সহজ-সরল-চঞ্চল তুমি
জয় করেছ মোর অভি।
তোমার গুণেরও সম্ভারে
পড়েছি আমি প্রেমে,
দেখবো তোমায় প্রিয়তম রূপে
মোর বিনা নিশী ঘুমে।
তোমারও ছলছল নয়ন
অদ্বিতীয় এভুবন,
তোমার রহস্যময়ী লোচনে
আবদ্ধ থাকতে চাই জনম জনম ধরে।
ওগো সুদর্শনা দেবী,
আমি তোমার পূজারী,
এত জয়ের মাঝে আজ
তোমাতে হার মানি।
বাজিয়ে বাশিঁ আমারই মনে,
সহজ-সরল-চঞ্চল তুমি
জয় করেছ মোর অভি।
তোমার গুণেরও সম্ভারে
পড়েছি আমি প্রেমে,
দেখবো তোমায় প্রিয়তম রূপে
মোর বিনা নিশী ঘুমে।
তোমারও ছলছল নয়ন
অদ্বিতীয় এভুবন,
তোমার রহস্যময়ী লোচনে
আবদ্ধ থাকতে চাই জনম জনম ধরে।
ওগো সুদর্শনা দেবী,
আমি তোমার পূজারী,
এত জয়ের মাঝে আজ
তোমাতে হার মানি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
হাসান কাবীর ২২/১১/২০১৫ভাল লেগেছে।
-
এস, এম, আরশাদ ইমাম ২১/১১/২০১৫দারুন।
-
মোবারক হোসেন ২১/১১/২০১৫ভাল
-
সোহান শরীফ ১৬/১১/২০১৫ধন্যবাদ। পরামর্শ দিয়ে পাশে থাকবেন।
-
দেবব্রত সান্যাল ১৬/১১/২০১৫যদি ছন্দে লিখে থাকেন তবে , প্রতি ছত্রে ছন্দপতন হয়েছে। কবিতার ভাবনায় ও নতুন কিছু পেলাম না।