www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

খাদ্যে ভেজাল

ভেজালে ভরে গেছে বাজারের সকল পণ্য,
এখন বড্ড হাসি পায়,
যখন শুনি মানুষ মানুষের জন্য।
সুস্থ ভাবে বাচঁতে হলে ভেজালমুক্ত খাদ্য দরকার,
নির্ভেজাল খাদ্যের ব্যবস্হা কি করে দিচ্ছে আমাদের সরকার???
আটা-ময়দা-ডালে
সয়লাব সব ভেজালে।
ভেজাল দেওয়া হচ্ছে সরিষা, সয়াবিন, ডালডা তেলে।
এখন দুধে জল নয়,
দুধই মেশানো হচ্ছে জলে।
বোতল বোতল মিনারেল ওয়াটারও এখনো ভেজালে,
ভেজাল খেতে খেতে আমরা হয়তো মরবোই অকালে।
জুস জেলি তৈরির কাঁচামাল পঁচা নষ্ট আম,
বিবেকে কি একটুও বাধে না তাদের,যারা করছে এই কাজ কাম।
সারাদিন ঘুরে মিলবে না নির্ভেজাল মধু আর ঘি,
ব্যবসায়ীরা সমস্বরে বলবে তাতে তোর কি?তোর কি?
লিখতে বসেছি কবিতা,
অসাধু ব্যবসায়ীরা সুযোগ পেলে হয়তো ভেঙ্গে ফেলবে কলম,
ডাক্তাররা আজকাল মালিশের কাজে ব্যবহার করছে নিম্নমানের ভেজাল মলম।
ব্যবসায়ীরা কার্বাইড এ ফলমূল পাকায়,
কিডনি লিভারে ক্যান্সার আকাঁয়।
মাছকে তাজা রাখতে ব্যবহার করছে ফরমালিন,
নিংশেষ করে দিচ্ছে আমাদেরকে দিন দিন।
সুকান্ত তার কবিতায় বলেছিলো
''খাঁটি শব্দটা রেখো না চিত্তে,
ভেজাল নামটিই শুধু খাঁটি আর সকল কিছুই মিথ্যে।
সুকান্তের কথা না শুনে চলো সবাই ভেজালের বিরুদ্ধে লড়ি,
শতভাগ না পারি,কিছুটাতো ভেজালমুক্ত করি।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৫৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০২/০১/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • মধু মঙ্গল সিনহা ০৩/০১/২০১৮
    ভালো লেগেছে...
  • আরিফ নীরদ ০২/০১/২০১৮
    ঠিক বলেছেন।
  • ন্যান্সি দেওয়ান ০২/০১/২০১৮
    Very nice.
    • সোহাগ রায় অনুপম ০২/০১/২০১৮
      thanks didi vi
  • মানুষ এখন খারাপ হয়ে গেছে।
  • সবকিছু ভেজালময় হয়ে যাচ্ছে।
 
Quantcast