শীতের কষ্ট
হেমন্ত চলে গেলে দরজায় কড়া নাড়ে শীত,
রাতজেগে এ সময় গ্রামের মেয়ে ছেলে;
উপভোগ করে যাত্রাপালা আর লোক সংগীত।
পৌষ আসে
মাঝে মাঝে সূর্য উঁকি মেরে হাসে।
এরপর আসে মাঘ
তীব্র শীতে কাঁপে বনের বাঘ।
মা কাকিরা ব্যস্ত হয়ে পড়ে চাল কুটতে,
চারিদিকে পড়ে যায় পিঠা তৈরির ধুম।
সকাল হতে না হতেই কিশোর কিশোরীদের ভেঙ্গে যায় ঘুম।
কনকনে শীতে উঠোনে আগুন পোহায় বুড়ো-বুড়ি,
দুষ্ট ছেলে মেয়েরা সবার অগোচরে খেজরুের রস করে চুরি।
ধনীরা চা কফির পেয়ালাতে চুমুক দিয়ে খবরের কাগজে বুলায় চোখ,
ছেড়া কম্বলে শরীর আবৃত করে শুয়ে থাকে গরীব দরিদ্র লোক।
শীত নিবারণের জন্য তাদের নেই দামি বস্ত্র,
শীতের সাথে লড়াইয়ে সূর্যই তাদের প্রধান অস্ত্র।
পাতাঝড়া গাছের মতো মলিনতা ফুটে ওঠে
পথশিশুদের চোখে মুখে
আক্রান্ত হয়ে পড়ে তারা নানা অসুখে।
ধনীরা,দরিদ্রদের দুংখে ব্যাথিত হয়ে,
কখনোই কি চোখের জল মুছবে?
তারা একটু করণা করলেই কিন্তু গরীব অসহায়দের দুংখ কষ্ট খুচবে।
রাতজেগে এ সময় গ্রামের মেয়ে ছেলে;
উপভোগ করে যাত্রাপালা আর লোক সংগীত।
পৌষ আসে
মাঝে মাঝে সূর্য উঁকি মেরে হাসে।
এরপর আসে মাঘ
তীব্র শীতে কাঁপে বনের বাঘ।
মা কাকিরা ব্যস্ত হয়ে পড়ে চাল কুটতে,
চারিদিকে পড়ে যায় পিঠা তৈরির ধুম।
সকাল হতে না হতেই কিশোর কিশোরীদের ভেঙ্গে যায় ঘুম।
কনকনে শীতে উঠোনে আগুন পোহায় বুড়ো-বুড়ি,
দুষ্ট ছেলে মেয়েরা সবার অগোচরে খেজরুের রস করে চুরি।
ধনীরা চা কফির পেয়ালাতে চুমুক দিয়ে খবরের কাগজে বুলায় চোখ,
ছেড়া কম্বলে শরীর আবৃত করে শুয়ে থাকে গরীব দরিদ্র লোক।
শীত নিবারণের জন্য তাদের নেই দামি বস্ত্র,
শীতের সাথে লড়াইয়ে সূর্যই তাদের প্রধান অস্ত্র।
পাতাঝড়া গাছের মতো মলিনতা ফুটে ওঠে
পথশিশুদের চোখে মুখে
আক্রান্ত হয়ে পড়ে তারা নানা অসুখে।
ধনীরা,দরিদ্রদের দুংখে ব্যাথিত হয়ে,
কখনোই কি চোখের জল মুছবে?
তারা একটু করণা করলেই কিন্তু গরীব অসহায়দের দুংখ কষ্ট খুচবে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ০১/০১/২০১৮ভাল
-
মধু মঙ্গল সিনহা ০১/০১/২০১৮সুন্দর।
-
কামরুজ্জামান সাদ ০১/০১/২০১৮শীতের কষ্ট বুঝতে হলে দরিদ্র অথবা পথশিশু হতে হবে।ওদের সাহায্যে এগিয়ে আসা উচিত।