www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

💖বিয়ে পাগলি💖

আমার বাসার পাশের বাড়ি
অর্তি নামে একটি মেয়ে থাকে🙂
লেখাপড়া ছেড়ে দিয়ে
শুধু বিয়ের কথা ভাবে🙈
দেখতেই আমি কতই না সুন্দর
সারাক্ষণ আয়নাতে মুখ দেখে😉
তাই দেখিয়া ছোট বোন চুমকি চুপিচুপি হাসে🤣
অনামিকা রেগে বলে,চুমকি
মারবো এক থাপ্পর তোর গালে😬
বয়স আমার এখন একুশ
যৌবন চলে যায়😔
আয়নাতে মুখ দেখি,
হৃদয়টা শান্তি পায়😁।

বিয়ের কথা বলতে গেলে নেচে ওঠে সে
মুখে এক ঝলক হাসি নিয়ে বলে,
এবার ঠেকাবে আমায় কে?😳
বিয়া আমি করবই এবার
ধরেছি আমি জিদ 😬
নানীর কাছে গিয়ে বলে,
এটা নাকি, তার রণ সংগীত😆
এমন বেহায়া মেয়ে,দেখিনি তো আর আমি
লজ্জা শরম হজম করে বলে
বিয়ে করিয়ে দাও এক্ষুনি🙈।
বিসিএস ক্যাডার লাগবে-আমার
তাকেই আমি চাই,
দোয়া করো মা,
আমি যেন রঙিন ক্যাডার পাই 😍

মা বলে,পাগলি মেয়ে আমার
পড়াশোনা করো না তো একটুখানি😬
ঠোটে লিপিস্টিক মেখে🥴
হাসি দিয়ে গ্রামে বলে বেড়ায়
সে নাকি সবার চাইতে দামি😂।
আরে যোগ্যরা যোগ্য খুঁজে
অযোগ্যরা খুঁজে,গৃহপালিত প্রাণী 😂।
নিজেকে গড়ে তোল হীরার চাইতে দামী 💪💪💪।

এতদিনে বুঝতে পেরে
টেবিলে বসতে শুরু করেছে সে,🙂
পুরুষশাসিত সমাজে,যোগ্য না হতে পারলে
তার কাছে বিসিএস ক্যাডার এনে দিবে কে?😁
পড়া আমি পড়বোই এবার
জীবন থাক আর যাক।
প্রমান দিব,চেহারা নয়
যোগ্যতাই দামি,বিশ্ববাসী জানতে পাক😊।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৭০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১১/০৬/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • Md. Rayhan Kazi ১২/০৬/২০২১
    বাস্তবিকতার অনন্য উদাহরণ
  • চমৎকার লাগল
 
Quantcast