একজন রাষ্ট্রপ্রধানের গল্প
হযরত আবু বকর রাদিয়াল্লাহু তা’আলা আনহুর স্ত্রীর একটু মিষ্টি খেতে অনেক দিনের অভিলাষ।পয়সা তো নেই! তাই খলিফা যা আনেন তা থেকে একটু একটু করে বাঁচিয়ে বাঁচিয়ে কষ্ট করে করে কিছু পয়সা যুগিয়ে একদিন মিষ্টি আনবেন…খলিফাকে বললেন, ‘একটু মিষ্টি আন।’আল্লাহর নীতিতে বিশ্বাসী খলিফা আবু বকর (রাঃ) স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, ‘এ বাড়তি পয়সাটুকু তুমি কোথায় পেয়েছো?’স্ত্রী বললেন, ‘প্রতিদিনে তুমি যা আন তা থেকে একটু করে বাঁচিয়ে বাঁচিয়ে এইটুকু রাখলাম।’আবু বকর (রাঃ) বললেন, ‘সর্বনাশ! তাহলে তো বুঝা গেলো রাষ্ট্রকর্ম থেকে আমার এতটুকু না হলেও চলে…আজ থেকে আমি এটুকু নেবো না।’আর ওই বাড়তি টাকা গুলো তিনি রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে দিলেন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সবুজ আহমেদ কক্স ১৯/০১/২০১৫
-
রক্তিম ০৯/০১/২০১৫উফ আর পারিনা ।
-
সায়েম খান ০৯/০১/২০১৫বাহ চমতকার শিক্ষামূলক একটি গল্প শেয়ার করে যাত্রা শুরু করলেন আপনি। ধন্যবাদ।
-
তুহিনা সীমা ০৮/০১/২০১৫মানবতার চরম দৃষ্টান্ত আল্লাহর এই বান্দা.............
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ০৮/০১/২০১৫বৃষ্টিকনা। আপনি আপনার নামটির মতই অনেক সুন্দর একটি বিষয় নিয়ে তারুন্যে যাত্রা শূরু করলেন ভালো লাগলো। আসরে আপনাকে স্বাগতম। ভালো থাকবেন।
-
অ ০৭/০১/২০১৫সুন্দর শিক্ষামূলক ঘটনা ।
আমার পাতায় আমন্ত্রণ রইল ।