হাঁসের বাড়ি ফেরা
একটা হাঁস
বাড়ি ফিরেছে
বাদল সন্ধ্যা বেলা
সারাদিন দস্যি ছেলের মত
সে টই টই করে ঘুরেছে।
পুকুরে, ডোবায়, নালায়
খালে, বিলে, মাঠে, ঘাটে।
কচুরিপানার ফাঁকে
পাকুড় গাছের বাঁকে
ছোট ছোট শামুকের খোঁজে
ছুটেছে সে অদম্য নেশার ঘোরে।
একটা শিয়াল
বসেছিল পথের ধারে
কয়েকটি দোয়েল কিচির মিচির
শব্দ তুলে বলেছে ও পথে যেও না।
সারাদিন ভিঁজে ভিঁজে আধার খেয়ে আঁধারে
সে বাড়ি ফিরেছে
যেমন বাড়ি ফিরে দুষ্ট বালক দিনের শেষে।
বাড়ি ফিরেছে
বাদল সন্ধ্যা বেলা
সারাদিন দস্যি ছেলের মত
সে টই টই করে ঘুরেছে।
পুকুরে, ডোবায়, নালায়
খালে, বিলে, মাঠে, ঘাটে।
কচুরিপানার ফাঁকে
পাকুড় গাছের বাঁকে
ছোট ছোট শামুকের খোঁজে
ছুটেছে সে অদম্য নেশার ঘোরে।
একটা শিয়াল
বসেছিল পথের ধারে
কয়েকটি দোয়েল কিচির মিচির
শব্দ তুলে বলেছে ও পথে যেও না।
সারাদিন ভিঁজে ভিঁজে আধার খেয়ে আঁধারে
সে বাড়ি ফিরেছে
যেমন বাড়ি ফিরে দুষ্ট বালক দিনের শেষে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ১৫/০৯/২০২২ভাল লাগলো কবিতা।
-
ফয়জুল মহী ১৩/০৯/২০২২মুগ্ধ হলাম পাঠে।
-
বোরহানুল ইসলাম লিটন ১৩/০৯/২০২২সুন্দর অনুভুতির ব্যক্ততা!