সৃষ্টির পাছে ধ্বংস
পুড়াও হে সজনী
তব দিবস ও রজনী
তোমারও মনের কামনা বাসনা
পবিত্র আলোকের করগো সাধনা।
রাতকে না শোষিলে দিন
দিনকে না শোষিলে রাত
কি হত জান কি
হত না হত ন দিবস ও যামিনী।
স্বর্ণ না গলিলে কি দাম আছে তার
গলিত স্বর্ণ গলে হয়েছে মনিহার
হয়েছে নানা রূপেরও অলংকার
বাড়িয়েছে রূপসীর রূপেরও বাহার।
বন না পুড়িলে গড়ে কি দেবালয়
গড়ে কি ঝলমলে বিশাল লোকালয়
পুড়ে পুড়ে ও বন না হলে বিরান
থাকত মানুষ কোথা? হত কি বিরাম?
যদি না পুড়িত মাটি
পুড়ে না হত খাঁটি
হত না দালান সুরম্য প্রসাদ
মানুষের কাটত না কখনো অবসাদ।
সৃষ্টির পশ্চাতে লুকায়ে ধ্বংসের উপাদান
ধ্বংসের পরে তেমন সৃষ্টিরও বাগান।।
তব দিবস ও রজনী
তোমারও মনের কামনা বাসনা
পবিত্র আলোকের করগো সাধনা।
রাতকে না শোষিলে দিন
দিনকে না শোষিলে রাত
কি হত জান কি
হত না হত ন দিবস ও যামিনী।
স্বর্ণ না গলিলে কি দাম আছে তার
গলিত স্বর্ণ গলে হয়েছে মনিহার
হয়েছে নানা রূপেরও অলংকার
বাড়িয়েছে রূপসীর রূপেরও বাহার।
বন না পুড়িলে গড়ে কি দেবালয়
গড়ে কি ঝলমলে বিশাল লোকালয়
পুড়ে পুড়ে ও বন না হলে বিরান
থাকত মানুষ কোথা? হত কি বিরাম?
যদি না পুড়িত মাটি
পুড়ে না হত খাঁটি
হত না দালান সুরম্য প্রসাদ
মানুষের কাটত না কখনো অবসাদ।
সৃষ্টির পশ্চাতে লুকায়ে ধ্বংসের উপাদান
ধ্বংসের পরে তেমন সৃষ্টিরও বাগান।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জানবক্স খান ০৪/০৮/২০২০
-
Md. Rayhan Kazi ৩০/০৭/২০২০অনন্য লেখনশৈলী
-
ফয়জুল মহী ২৯/০৭/২০২০সমৃদ্ধ চিন্তার মনোরম লেখা
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২৯/০৭/২০২০অসাধারন
-
আব্দুর রহমান আনসারী ২৯/০৭/২০২০উপভোগ্য
দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে?
বাস্তব উপলব্দির শৈল্পিক প্রকাশ।