www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মিথ্যে নায়ক

ক্রিস্টোফার কলম্বাস
তোমার মূর্তি দাঁড়িয়ে আছে মন্ডু বিহীন!!
হে ইতিহাসের মিথ্যে নায়ক
তোমার মূখে আজ রঙ লেগেছে কেন?
ভারতবর্ষের স্বর্ণের লোভে সমুদ্রে দিলে পাড়ি
ভারতবর্ষে না এসে আসলে এ কার বাড়ি?
বাহামা দ্বীপপুঞ্জ
তারপর একে একে হিসপানিয়োলা, কিউবা আরও কত দ্বীপ
না কোথাও স্বর্ণ নেই
কিন্তু স্বর্ণ না হলে চলবে কেন?
স্বর্ণের চালান দিবে এ গরীব আদিবাসী;
যারা পরম মমতায় একদা তোমায় দিয়েছে স্থান।
যদি না দাও স্বর্ণের সন্ধান তবে মর
কেটে দাও দু হাত, হত্যা কর শিশু, নারী, বৃদ্ধা
শান্তির দ্বীপে যেন নেমেছে জংলী নরখাদক।
নাহ্, স্বর্ণ না পেলে সবইতো লোকসান
রাণী ইসাবেলা, রাজা ফার্নিন্যান্ড ছাড়বে না তাকে,
তবে উপায়? নিরাবেগ চোখে দেখে কালো মানুষ।
ধপ করে জ্বলে উঠে চোখ
এতো কালো মানুষ নয় যেন কালো সোনা।
এ কালোদের জন্ম সাদাদের সেবার তরে
ওরা হবে সাদাদের দাস
সাদারা প্রভু আর ওরা ক্রীতদাস।
ক্রীতদাস ব্যবসার সেই শুরু নতুন রূপে
সাদাদের নতুন পৃথিবী গড়ায় কালোদের ঘাম ঝরে।
কলম্বাস, আজ এতোটা বছর পরে জেগেছে মানবতা
সাদা-কালোর যে ইতিহাস রচে তুমি গড়েছ বর্ণবিদ্বেষের ঘৃণ্য দেয়াল
সে ইতিহাস আটলান্টিকে ছুঁড়ে ফেলার সময় হয়েছে আজ।
ক্রিস্টোফার কলম্বাস!!
তুমি কল্পিত উপন্যাসের নায়ক হতে পার
হতে পার কারো চোখে দ্বিগবিজয়ী
নতুন পৃথিবী গড়ার প্রণেতা, তবে-
বাস্তবে তুমি মিথ্যে নায়ক
বিচার তোমার হবেই ইতিহাসের কাঠগড়ায়।
হে কলম্বাস-
অনেক ক্ষমতা তোমার
পারলে এখন তোল তোমার পতিত মস্তক
কিংবা মুছে ফেল তোমার অপমানের রঙ!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৭৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৬/০৭/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast