হে বিপ্লবী
হে বিপ্লবী
তোমায় কেহ বুঝিলনা, মুছিলনা ও নয়ন জল
মালা হাতে আসিলনা, বাড়ালনা মায়ার আঁচল।
সবে থাকে সরে সরে, ভয়ে যায় মরে মরে
তোমার ছায়া পড়ে পড়ে, কাহার কপাল যায় নড়ে।
তুমি কঠোর পাষাণ ভীম, বুকেতে বাজে দ্রিম
যুদ্ধ করে কাটে দিন, শান্তির ঘাটে অশান্তির বিণ।
তুমি প্রেমের কি বুঝ? বুঝ বুটের লেফ রাইট
তুমি নারীর কি বুঝ, বুঝ গুলাগুলি আর ফাইট
তুমি প্রেমিক নও শুধুই বিপ্লবী
তুমি ফুল নও, খুনের প্রতিচ্ছবি।
তুমি নিজের খেয়ে বনের মোষ তাড়াও
তুমি নিয়মের মাঝে অনিয়মের তর্ক বাড়াও
তুমি শান্ত জলে চল কোলাহলে
তুমি মধুকরে মর হলাহলে।
হায় বিল্পবী শোনিলাম সবি
ওরা চায় কা পুরুষের প্রেম, গাধার গাধামি
ওরা বুঝবেনা পুরুষের হেম, সিংহের গর্জানি
যে করে প্রতিবাদ, করে ন্যায়ের আবাদ
তারে ওরা ঠেলে দূরে, কেয়াবাৎ, কেয়াবাৎ
শোন হে মূর্খের দল
যুগে যুগে বিপ্লবী এনেছে প্রেম, গেয়েছে প্রেমের গান
গোলাপের কাঁটা বিধে বাজিয়েছে ভালোবাসার তান।
যত অন্যায় যত অনাচার দূর করে যত দুরাচার
পৃথিবীকে সে তোমাদের বাসযোগ্য করেছে বারংবার
তাহার প্রেম পাতাল হতে ছুঁয়েছে খোদার আরশ
মর্ত্য হতে স্বর্গ ছুঁয়ে দিয়েছে প্রেমের পরশ।
তোমায় কেহ বুঝিলনা, মুছিলনা ও নয়ন জল
মালা হাতে আসিলনা, বাড়ালনা মায়ার আঁচল।
সবে থাকে সরে সরে, ভয়ে যায় মরে মরে
তোমার ছায়া পড়ে পড়ে, কাহার কপাল যায় নড়ে।
তুমি কঠোর পাষাণ ভীম, বুকেতে বাজে দ্রিম
যুদ্ধ করে কাটে দিন, শান্তির ঘাটে অশান্তির বিণ।
তুমি প্রেমের কি বুঝ? বুঝ বুটের লেফ রাইট
তুমি নারীর কি বুঝ, বুঝ গুলাগুলি আর ফাইট
তুমি প্রেমিক নও শুধুই বিপ্লবী
তুমি ফুল নও, খুনের প্রতিচ্ছবি।
তুমি নিজের খেয়ে বনের মোষ তাড়াও
তুমি নিয়মের মাঝে অনিয়মের তর্ক বাড়াও
তুমি শান্ত জলে চল কোলাহলে
তুমি মধুকরে মর হলাহলে।
হায় বিল্পবী শোনিলাম সবি
ওরা চায় কা পুরুষের প্রেম, গাধার গাধামি
ওরা বুঝবেনা পুরুষের হেম, সিংহের গর্জানি
যে করে প্রতিবাদ, করে ন্যায়ের আবাদ
তারে ওরা ঠেলে দূরে, কেয়াবাৎ, কেয়াবাৎ
শোন হে মূর্খের দল
যুগে যুগে বিপ্লবী এনেছে প্রেম, গেয়েছে প্রেমের গান
গোলাপের কাঁটা বিধে বাজিয়েছে ভালোবাসার তান।
যত অন্যায় যত অনাচার দূর করে যত দুরাচার
পৃথিবীকে সে তোমাদের বাসযোগ্য করেছে বারংবার
তাহার প্রেম পাতাল হতে ছুঁয়েছে খোদার আরশ
মর্ত্য হতে স্বর্গ ছুঁয়ে দিয়েছে প্রেমের পরশ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পি পি আলী আকবর ২৮/১০/২০১৯সুন্দর
-
সাইয়িদ রফিকুল হক ২৬/১০/২০১৯বেশ লাগলো।
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ২৬/১০/২০১৯বাহ বাহ বাহ। অসাধারণ লাগলো কবিতাটি
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৬/১০/২০১৯সুন্দর