আমায় ডেকেছিল
সেদিন শহরের আলিশান বাড়ির ঝোলানো খাঁচা হতে -
আমায় ডেকে ছিল কয়েকটি পাখি।
হে পথিক এ নগরী মায়াবীনি, মনোহরা, মনকাড়া
তুমি কোথা যাও অলক্ষে অপলক চোখে? এ নগরী রেখে?
আমার চোখ তখন পাখিদের চোখে
লোহার দামী খাঁচা, কারুকার্য খচিত
পাশে দামী খাবার, আপেল, কলা, নাশপাতি!
ওগো পাখি, তোমরা সুখে থাকো এই ঝিলমিল শহরে
ঠুনকো ভালোবাসায় বেঁচে থাকো অভিনয়ের বহরে!
যেখানে মায়ের ঠাই হয় বৃদ্ধাশ্রমে, বাবা হয় অপাংক্তেয়
হে মনভোলানো পাখি সে শহর আমার নয়।
আমি রয়ে যাব সবুজ ধানের ক্ষেতের মাঝে কুড়ে ঘরে
যেখানে দোয়ালেরা না খেয়ে ভিজে রোজ
সেখানে আমার মা বসে আছে ভালোবাসার আচলে
বাবার প্রশান্তবদন, জায়নামাজে তসবি হাতে!
আমায় ডেকে ছিল কয়েকটি পাখি।
হে পথিক এ নগরী মায়াবীনি, মনোহরা, মনকাড়া
তুমি কোথা যাও অলক্ষে অপলক চোখে? এ নগরী রেখে?
আমার চোখ তখন পাখিদের চোখে
লোহার দামী খাঁচা, কারুকার্য খচিত
পাশে দামী খাবার, আপেল, কলা, নাশপাতি!
ওগো পাখি, তোমরা সুখে থাকো এই ঝিলমিল শহরে
ঠুনকো ভালোবাসায় বেঁচে থাকো অভিনয়ের বহরে!
যেখানে মায়ের ঠাই হয় বৃদ্ধাশ্রমে, বাবা হয় অপাংক্তেয়
হে মনভোলানো পাখি সে শহর আমার নয়।
আমি রয়ে যাব সবুজ ধানের ক্ষেতের মাঝে কুড়ে ঘরে
যেখানে দোয়ালেরা না খেয়ে ভিজে রোজ
সেখানে আমার মা বসে আছে ভালোবাসার আচলে
বাবার প্রশান্তবদন, জায়নামাজে তসবি হাতে!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সমরেশ সুবোধ পড়্যা ২২/০৯/২০১৫বেশ সুন্দর ।
-
সুহেল ইবনে ইসহাক ২১/০৯/২০১৫Sundor kobita, thanks.
-
শাহাদাত হোসেন রাতুল ২০/০৯/২০১৫বাহ.....................