www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সেখানে তুমি এসো না

সেখানে তুমি এসো না
যেখানে মায়ের হাসিতে শিশু হাসে
মায়ের কান্নায় শিশু কাঁদে।
ভাই বোন খুনসুটি করে
দাদা দাদি খুশিতে মরে!
যেখানে চাচা চাচীর অবাধ স্নেহ
খালা ফুফুর অবিরাম ভালোবাসা
মামা মামির অবিরাম ডাকাডাকি
যাদের ভালোবাসায় নেই ফাঁকি।

সেখানে তুমি এসো না
যেখানে পাখির ডাকে ঘুম ভাঙে
শিশির কণা টপকে পড়ে
ভোরের আলো জানালার
পাশে এসে দাঁড়ায়
নদির কুলু কুলু ধ্বনি শোনা যায়।
যেখানে শিশুরা দাদির
মুখে কিচ্ছা শোনে
দাদার সাথে অভিমানে মাতে
গল্পের দৈত্যেরা ভয়ে পালায়
ডাইনী বুড়ি উকুন ফালায়!

সেখানে তুমি এসো না
যেখানে স্বপ্ন আছে,সুখ আছে
ভালোবাসার ভাষা আছে
ডালি ভরা ফুল আছে।
যেখানে পদ্মা মেঘনা কথা কয়
দজলা ফোরাত এক হয়
নীল নদ হোয়াংহো গতিময়
হিমালয় কিলিমানজারো দ্যুতিময়!

সেখানে তুমি এসো না
যেখানে নারীরা স্বামির
ভালোবাসায় মেতে থাকে
কল্পলোকের স্বপ্ন বুনে
লাজুক চোখে রক্তিম হাসি
সুখ আছে রাশি রাশি।
যেখানে সভ্যতার মেলবন্ধন
সমৃদ্ধ সাংস্কৃতিক পটভূমি
ঐতিহ্যের গভীর সংযোগ
বহুকালের তীর্থস্থান।

সেখানে তুমি এসো না
যেখানে শিশুরা ভাঙা শব্দে কথা বলে
নিজেদের নিরাপদ ভাবে
তাজা বারুদের গন্ধে নয়
ফুলের গন্ধে ঘুম আসে।
যেখানে একতা আছে,বিবাদ আছে
মিলে যাওয়ার ইচ্ছে আছে
স্বাধীনতার সাধ আছে।

হে আমেরিকা, নব্য সামাজ্যবাদী
সেখানে তুমি এসো না
তোমার হাত লালে লাল
চোখে খুনের পিপাসা
বুকে জানোয়ারের রক্ত
মুখে চটুল হাসি।

তুমি এসো না ইরাক ইরান কাস্মীর
পাকিস্থান
তুমি এসো না ফিলীস্থিন মিশর
ভিয়েতনাম জাপান
যেখানে তুমি আছো সেখানে হৃদয়
নেই!
পৃথিবীর শান্তি প্রিয়
দেশগুলোতে তুমি এসো না
তুমি থাকো যারা ইবলিশের চ্যালা
হয়ে
তোমার কাছে থাকতে চায়-তাদের
নিয়ে!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯০৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১০/০৫/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast