ঐ পোড়া চোখে
আমি তাকাতে পারিনি
ঐ পোড়া চোখে, পোড়া মূখে
ঐ দগদগে পোড়া ক্ষতে
দুঃসহ যন্ত্রণার পোড়া ঠোঁটে!
কাকে খায়না কাকের মাংস
গন্ডার তাড়ায়না গন্ডারকে
শিয়াল আর কুকুর ও হয় শান্ত
যুগে যুগে কেবল আমরাই অশান্ত!
শোনেছি বার্ণ ইউনিট এখন এফডিসি
হালের ঢালিউডি সোটিং স্পট
গ্লিসারিনে ও কান্না আসেনা
যদিও হয় কান্না মেশানো ডকুমেন্টারী!
সত্যি সেলুকাস কি বিচিত্র এই দেশ
পোড়া মানুষের চামড়া বেচে রাজনীতি!
ওগো যুগের কর্ণধারেরা-
অনেক খুঁজেছো কারন অকারন
অনেক গ্লিসারিন করেছো ক্ষয়
সময়ের আড়ালে সবাই পাপি
করোনা আর মিছে অভিনয়।
স্বর্ণ পুড়ে পুড়ে সোনা খাঁটি হয়
মানুষ পুড়ে মৃত্যু টেনে লয়
তারচেয়ে বরং বিবেক পোড়ায়ে
হীনতা নীচতা দাও তাড়ায়ে।
ঐ পোড়া চোখে, পোড়া মূখে
ঐ দগদগে পোড়া ক্ষতে
দুঃসহ যন্ত্রণার পোড়া ঠোঁটে!
কাকে খায়না কাকের মাংস
গন্ডার তাড়ায়না গন্ডারকে
শিয়াল আর কুকুর ও হয় শান্ত
যুগে যুগে কেবল আমরাই অশান্ত!
শোনেছি বার্ণ ইউনিট এখন এফডিসি
হালের ঢালিউডি সোটিং স্পট
গ্লিসারিনে ও কান্না আসেনা
যদিও হয় কান্না মেশানো ডকুমেন্টারী!
সত্যি সেলুকাস কি বিচিত্র এই দেশ
পোড়া মানুষের চামড়া বেচে রাজনীতি!
ওগো যুগের কর্ণধারেরা-
অনেক খুঁজেছো কারন অকারন
অনেক গ্লিসারিন করেছো ক্ষয়
সময়ের আড়ালে সবাই পাপি
করোনা আর মিছে অভিনয়।
স্বর্ণ পুড়ে পুড়ে সোনা খাঁটি হয়
মানুষ পুড়ে মৃত্যু টেনে লয়
তারচেয়ে বরং বিবেক পোড়ায়ে
হীনতা নীচতা দাও তাড়ায়ে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অ ১৮/০২/২০১৫সুন্দর...।
-
অস্পষ্ট ছবি ১৭/০২/২০১৫nice..
-
পিয়ালী দত্ত ১৬/০২/২০১৫খুব সুন্দর
-
জহির রহমান ১৬/০২/২০১৫“কবিতার ভাষাটি যারা বুঝার তারা বুঝবে, যারা বুঝার না- তারা বুঝবে না...!”
শুভেচ্ছা কবি এরকম সময়োপযোগী একটি কবিতা উপহার দেওয়ার জন্য।
কবির ভাষায় বলতে হয়-
“...স্বর্ণ পুড়ে পুড়ে সোনা খাঁটি হয়
মানুষ পুড়ে মৃত্যু টেনে লয়
তারচেয়ে বরং বিবেক পোড়ায়ে
হীনতা নীচতা দাও তাড়ায়ে!” -
আল-আমিন মোড়ল ১৬/০২/২০১৫আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি একটা প্রশ্ন করব। করব কি? তাহলে করি! আপনি আপনার কবিতায় গ্লিসারিন পুরানোর কথা বলেছেন। কোন সৃতিটা মনে রেখে এই গ্লিসারিন শব্দটা লিখেছেন? যদি সঠিক উত্তর দেন তাহলে অনেক খুশি হব।
-
সবুজ আহমেদ কক্স ১৬/০২/২০১৫কবি সুলতান ভাই ...............।ভালো আরো আশা করি