হিমু পরিবহণ সুলতান মাহমুদ ৭ম পর্ব
তো আপনি কি করেন? আমার প্রধান কাজ হচ্ছে হাটা আর উদ্দেশ্য
হচ্ছে নিজেকে মহাপুরুষ হিসেবে গড়ে তোলা। অ আচ্ছা। এবার আপনার
সর্ম্পকে কিছু বলেন? আমি প্রাণী বিদ্যা বিভাগের অধ্যাপক। খুব ভালো কথা। হুম, আমি সম্প্রতী মশাদের উপর একটা গবেষণা করছি। কি ধরণের গবেষনা? আমি চাচ্ছি এক ধরণের উপকারী মশা সৃষ্টি করতে যারা ক্ষতিকারক মশার ডিম গুলোকে খেয়ে ফেলবে। বিষয়টাতো তাহলে ঢাকা মহানগরীর মশক কমিটির সভাপতিকে জানাতে হয়। মশক কমিটির ঢাকা মহানগরীর সভাপতি মানে বিষয়টা বুঝলাম না। বিষয়টা না বুঝার কি আছে? ঢাকা মহানগরে যত মশা আছে তাদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত, নমরুদ হন্থাকারীর যোগ্যতম উত্তসূরী, বিশিষ্ট ল্যাংড়া মশা এখন ঢাকা মহানগরীর মশক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। হিমু সাহেব। জ্বি। আপনার বুঝা উচিত আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণী বিদ্যা বিভাগের একজন অধ্যাপক, এবং আপনার এও বোঝা উচিত আমি সমাজের
পাগল শ্রেণীর কোন লোক নই তাই এ সমস্ত হালকা বা সস্তা টাইপের
ঠাট্টা মশকরা কি আমার সাথে আপনার করা ঠিক হচ্ছে? আপনি আমার
মেয়েকে গুন্ডাদের হাত থেকে রক্ষা করেছেন সে জন্য আমি কৃতজ্ঞ কিন্তু তাই
বলে আপনিতো যা খুশি তাই বলতে পারেন না। আসলে আপনি আমাকে অযথাই ভুল করছেন। পৃথিবীতে কিছু মানুষ আছে যারা সুপার ন্যাচারাল ক্ষমতার অধিকারী। আমি সে শ্রেণীর অর্ন্তভুক্ত। আপনি শোনলে হয়ত অবাক
হবেন আমি মশাদের মুখের ভাষা বুঝি। তো ঘটনাক্রমে সেদিন মশক
কমিটির সভাপতির সাথে আমার কথা হলএবং আপনি জেনে খুশি হবেন
যে সে আমার বাসায় ই অবস্থান করছে। হিমু সাহেব জ্বি বলেন আপনার কথা শেষ হয়েছে না এখনো কিছু বাকি আছে ঠিক আছে বলেন আপনি মশাদের নির্বাচনের কথা শোনে হয়ত অবাক হচ্ছেন কিন্তু পৃথিবী যত এগিয়ে গেছে তার সাথে পাল্লা দিয়ে মানব সভ্যতাও এগিয়ে গেছে। একসময় মানুষ ছিল গুহাবাসী, তাদের নিজস্ব ভাষা ছিলনা, লিখন পদ্ধতি ছিলনা,
ছিলনা উন্নত কোন সাংস্কৃতিক বৈশিষ্ট্য। কিন্তুসময়ের পরিবর্তনে মানুষের
সামগ্রীক জীবন যাত্রায় এসেছে আমূল পরিবর্তন। এখন প্রশ্ন হচ্ছে মানুষ ই কি এ গ্রহের এক মাত্র প্রাণী? উত্তর একটাই অবশ্য ই না। এই পৃথিবীতে মশা থেকে শুরু করে হাতি নীলতিমি পর্যন্ত রয়েছে। এখন সময়ের বিবর্তনে মানব সভ্যতা যদি এতটা আগাতে পারে তবে তারা আগাবেনা কেন? হিমু সাহেব তাদেরকে সে ক্ষমতা দেয়া হয়নি? আপনি অতটা নিশ্চিত হলেন কিভাবে, আপনি কি গবেষণা করে দেখেছেন? না আসলে আমি সেভাবে চিন্তা করিনি একটু চিন্তা করে দেখুন, জীবনটাতো অধ্যাপনা করেই কাটিয়ে দিলেন, নতুন কিছু একটা করে পৃথিবীকে তাক লাগিয়ে দেন আপনার কথা শোনে চিন্তায় পড়ে গেলাম হিমু সাহেব আপনি চিন্তা করতে থাকেন আমি আপতত উঠলাম। কিন্তু আমার কথা মনে হয় ভদ্রলোকের কানে যায়নি।
তিনি গভীর চিন্তায় ডোবে গেছেন।
হচ্ছে নিজেকে মহাপুরুষ হিসেবে গড়ে তোলা। অ আচ্ছা। এবার আপনার
সর্ম্পকে কিছু বলেন? আমি প্রাণী বিদ্যা বিভাগের অধ্যাপক। খুব ভালো কথা। হুম, আমি সম্প্রতী মশাদের উপর একটা গবেষণা করছি। কি ধরণের গবেষনা? আমি চাচ্ছি এক ধরণের উপকারী মশা সৃষ্টি করতে যারা ক্ষতিকারক মশার ডিম গুলোকে খেয়ে ফেলবে। বিষয়টাতো তাহলে ঢাকা মহানগরীর মশক কমিটির সভাপতিকে জানাতে হয়। মশক কমিটির ঢাকা মহানগরীর সভাপতি মানে বিষয়টা বুঝলাম না। বিষয়টা না বুঝার কি আছে? ঢাকা মহানগরে যত মশা আছে তাদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত, নমরুদ হন্থাকারীর যোগ্যতম উত্তসূরী, বিশিষ্ট ল্যাংড়া মশা এখন ঢাকা মহানগরীর মশক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। হিমু সাহেব। জ্বি। আপনার বুঝা উচিত আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণী বিদ্যা বিভাগের একজন অধ্যাপক, এবং আপনার এও বোঝা উচিত আমি সমাজের
পাগল শ্রেণীর কোন লোক নই তাই এ সমস্ত হালকা বা সস্তা টাইপের
ঠাট্টা মশকরা কি আমার সাথে আপনার করা ঠিক হচ্ছে? আপনি আমার
মেয়েকে গুন্ডাদের হাত থেকে রক্ষা করেছেন সে জন্য আমি কৃতজ্ঞ কিন্তু তাই
বলে আপনিতো যা খুশি তাই বলতে পারেন না। আসলে আপনি আমাকে অযথাই ভুল করছেন। পৃথিবীতে কিছু মানুষ আছে যারা সুপার ন্যাচারাল ক্ষমতার অধিকারী। আমি সে শ্রেণীর অর্ন্তভুক্ত। আপনি শোনলে হয়ত অবাক
হবেন আমি মশাদের মুখের ভাষা বুঝি। তো ঘটনাক্রমে সেদিন মশক
কমিটির সভাপতির সাথে আমার কথা হলএবং আপনি জেনে খুশি হবেন
যে সে আমার বাসায় ই অবস্থান করছে। হিমু সাহেব জ্বি বলেন আপনার কথা শেষ হয়েছে না এখনো কিছু বাকি আছে ঠিক আছে বলেন আপনি মশাদের নির্বাচনের কথা শোনে হয়ত অবাক হচ্ছেন কিন্তু পৃথিবী যত এগিয়ে গেছে তার সাথে পাল্লা দিয়ে মানব সভ্যতাও এগিয়ে গেছে। একসময় মানুষ ছিল গুহাবাসী, তাদের নিজস্ব ভাষা ছিলনা, লিখন পদ্ধতি ছিলনা,
ছিলনা উন্নত কোন সাংস্কৃতিক বৈশিষ্ট্য। কিন্তুসময়ের পরিবর্তনে মানুষের
সামগ্রীক জীবন যাত্রায় এসেছে আমূল পরিবর্তন। এখন প্রশ্ন হচ্ছে মানুষ ই কি এ গ্রহের এক মাত্র প্রাণী? উত্তর একটাই অবশ্য ই না। এই পৃথিবীতে মশা থেকে শুরু করে হাতি নীলতিমি পর্যন্ত রয়েছে। এখন সময়ের বিবর্তনে মানব সভ্যতা যদি এতটা আগাতে পারে তবে তারা আগাবেনা কেন? হিমু সাহেব তাদেরকে সে ক্ষমতা দেয়া হয়নি? আপনি অতটা নিশ্চিত হলেন কিভাবে, আপনি কি গবেষণা করে দেখেছেন? না আসলে আমি সেভাবে চিন্তা করিনি একটু চিন্তা করে দেখুন, জীবনটাতো অধ্যাপনা করেই কাটিয়ে দিলেন, নতুন কিছু একটা করে পৃথিবীকে তাক লাগিয়ে দেন আপনার কথা শোনে চিন্তায় পড়ে গেলাম হিমু সাহেব আপনি চিন্তা করতে থাকেন আমি আপতত উঠলাম। কিন্তু আমার কথা মনে হয় ভদ্রলোকের কানে যায়নি।
তিনি গভীর চিন্তায় ডোবে গেছেন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ০২/১০/২০১৪সমানে চাই.................
-
সাইদুর রহমান ২৮/০৮/২০১৪গল্পটি দারুণ লাগলো।
কিভাবে এতো কিছু লিখেন,
মাহমুদ ভাই ?
শুভেচ্ছা নিবেন। -
একনিষ্ঠ অনুগত ২৬/০৮/২০১৪চলুক...
-
মঞ্জুর হোসেন মৃদুল ২৬/০৮/২০১৪বাহ বেশ। আমার নতুন উপন্যাসে আমন্ত্রন।
-
স্বপন রোজারিও(১) ২৬/০৮/২০১৪দারুণ
-
Shopnil Shishir(MD.Shariful Hasan) ২৬/০৮/২০১৪ami ajo ondovabe himu vokto.aj kintu himu kondo jno onk taratai sash hoye gelo