www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

হিমু পরিবহণ ৩য় পর্ব

কলিং বেলটা টিপতেই
হন্তদন্ত
করে দরজাটা খুলে দিলেন
মাজেদা খালা। আমি এক
গাল হেসে খালাকে স্বাগত
জানালাম। খালা কেমন আছ?
মহাসুখে আছি, সুখ একদম
উপচে পড়ছে।
তা তো দেখতেই পাচ্ছি।
থালা বাদল কোথায়?
হতচ্ছাড়াটার কথা আর
বলিস না ও কোথাকার কোন
ল্যাংটা বাবার মুরিদ হয়েছে?
তাই নাকি তারমানে ছোট
একটা গামছা পড়ে সারাদিন
ঘুরবে, এতো নির্ঘাত ফকির
গরীবুল্লাহ স্টাইল।
গরীবুল্লাহ আবার কে?
তান্ত্রিক সাধক পুরুষ,
গাঁজা সম্রাট,
তিনি প্রতি ঘন্টার
গাঁজাখোর। হিমু এসব তুই
কি বলছিস? এটাই
বাস্তবতা খালা। মন
চইলাছে সুরেস্বর, কিসের
বাড়ি কিসের ঘর। তারমানে ও
কখনো বাড়ি ফিরবেনা।
সম্ভাবনা ঝুলন্ত।
আমারতো সবই গেল হিমু
বাদল গামছা পড়ে ঘুরছে,
তোর খালু
বটি দা নিয়ে বসে আছে,
আমিতো পাগল হয়ে যাব।
পাগল হওয়া অত সোজা না।
বাদ দাও ওসব এখন বল
খাওয়ার কি আছে?
ফ্রিজে ঠান্ডা বিরানী আছে,
শাহ হাজীর দোকান
থেকে আনা। ওতেই চলবে।
তারপর খালুর কি খবর?
রীতিমত
বটি দা নিয়ে বসে আছে। কেন
চাইনিজ কুড়াল কিনে দাওনি?
দেখ হিমু আমার এ
দুঃসময়ে তোর একটু
সিরিয়াস হওয়া দরকার। হুম,
এখন বল আমার
কি করতে হবে? তোর
কি করতে হবে তাকি আমাকে
বলে দিতে হবে?
আমি চিন্তা করছি খালুর
সামনে থেকে আমি জীবন্ত
ফেরত আসতে পারব কি না?
তোর জীবন্ত ফেরত আসার
দরকার নেই আগে তোর
খালুকে ঠিক কর।
তোমাকে কি দা দিয়ে
কোপাতে এসেছিল?
আমাকে দেখলেই সে ফোঁস
ফোঁস করতে থাকে,
সেদিনতো দা টাই
ছুঁড়ে মারল? খালা আমি এর
মাঝে নাই আমি গেলাম? হিমু
তোর পা পায় পড়ি তুই
আমাকে এ বিপদ থেকে বাঁচা।
আমার ভিজিটাতো দিলেনা।
ভিজিট হবে তুই আগে তোর
খালুকে বোঝা।
খালা তুমি আয়াতুল
কুরসী দোয়া জান? কেন?
আয়াতুল
কুরসী পড়ে আমাকে একটা ফুঁ
দিয়ে দাও। ঠিক আছে তুই
একটু দাঁড়া আমি ফু
দিয়ে দিচ্ছি।
বিষয়শ্রেণী: গল্প
ব্লগটি ৯৩৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৫/০৭/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast