দু ফোটা জল
ওরা হারিয়ে গেছে মেঘনার নীল জলে
আকাশ বাতাস ভারী স্বজনের
ক্রন্দনে
কে জানত এমন সলীল সমাধীতে
মৃত্যু লুকিয়ে আছে রহস্যের জাল
বুনে!
কিছুক্ষণ আগেও ওরা ছিল
তাজা প্রাণ
ছোট ছোট শিশুদের মনে ছিল কলতান
সবার ই নাম ছিল, ছিল পরিচয়
এখন মরা লাশ নামের হয়েছে ক্ষয়!
তারপর
টিভি উপস্থাপকদের হাস্যজ্বোল
মূখে
ডুবুরিরা নেমে গেছে লাশের খোঁজে
মন্ত্রীর মূখে শোনি যান্ত্রিক বাণী
লাশ প্রতি ভয় নেই টাকা হাজার
খানি!
বাহঃ বাহঃ মজা বেশ আর নেই চিন্তা
কিনতে হবেনা বেগ কাফনের কাপড় টা
নিন্দুকেরা বলছে আড়ালে আবডালে
টাকা বাঁচাতে ডুবুরি লাশটাকে ফাঁড়ে!
সব সম্ভবের দেশ বাংলাদেশে
কত কি শোনব আরও মরার আগে!
ওগো নীল মেঘনার জল
যাদের লাশ তুমি দেবেনা ফিরিয়ে তব
রেখ যতন করে তোমার তটে
স্বজন হারারা আসবে বারে তোমার
পানে।
সেদিন তোমার জলে মুছনা তাদের জল
পৌছিয়ে দিতে তা করোনা কোন ছল
বল তব প্রতি লাশের কানে কানে
এনেছি ব্যথাতুর হৃদয়ের দু ফোটা জল
তোমাদের ই পানে!
আকাশ বাতাস ভারী স্বজনের
ক্রন্দনে
কে জানত এমন সলীল সমাধীতে
মৃত্যু লুকিয়ে আছে রহস্যের জাল
বুনে!
কিছুক্ষণ আগেও ওরা ছিল
তাজা প্রাণ
ছোট ছোট শিশুদের মনে ছিল কলতান
সবার ই নাম ছিল, ছিল পরিচয়
এখন মরা লাশ নামের হয়েছে ক্ষয়!
তারপর
টিভি উপস্থাপকদের হাস্যজ্বোল
মূখে
ডুবুরিরা নেমে গেছে লাশের খোঁজে
মন্ত্রীর মূখে শোনি যান্ত্রিক বাণী
লাশ প্রতি ভয় নেই টাকা হাজার
খানি!
বাহঃ বাহঃ মজা বেশ আর নেই চিন্তা
কিনতে হবেনা বেগ কাফনের কাপড় টা
নিন্দুকেরা বলছে আড়ালে আবডালে
টাকা বাঁচাতে ডুবুরি লাশটাকে ফাঁড়ে!
সব সম্ভবের দেশ বাংলাদেশে
কত কি শোনব আরও মরার আগে!
ওগো নীল মেঘনার জল
যাদের লাশ তুমি দেবেনা ফিরিয়ে তব
রেখ যতন করে তোমার তটে
স্বজন হারারা আসবে বারে তোমার
পানে।
সেদিন তোমার জলে মুছনা তাদের জল
পৌছিয়ে দিতে তা করোনা কোন ছল
বল তব প্রতি লাশের কানে কানে
এনেছি ব্যথাতুর হৃদয়ের দু ফোটা জল
তোমাদের ই পানে!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রাসেল মিয়া ১৩/১০/২০১৪যখন মন খারাপ থাকে কবিতা পড়লে ভালো হয়ে যায়
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ২২/০৫/২০১৪বুকের গভীরে থাকা বিস্বাদ গুলো কবিতা য় ঝরে পড়লো
-
এস,বি, (পিটুল) ২০/০৫/২০১৪nechar 5 like valo lagasa amar
-
সুবীর কাস্মীর পেরেরা ২০/০৫/২০১৪মুগ্ধ সুলতান ভাই
-
সোহেল রানা বীর ২০/০৫/২০১৪হুম
-
কবি মোঃ ইকবাল ২০/০৫/২০১৪মন্তব্য করার ভাষা খুঁজে পাচ্ছি না।
অসাধারণ। -
সুরজিৎ সী ২০/০৫/২০১৪সত্য অসাধারণ!