কল্পনায় ধানক্ষেত বাস্তবে পানি
এখনো বাড়ি এলে মনের অজান্তে
ছোটে যাই রাস্তায় বাড়ির পিছনে
ভুলে যাই সুখের আতিশায্যে আবেগে
হঠাত্ ভুল ভাঙে বড় ভুল করে।
এই যে এইখানে সুবিশাল বিল ছিল
ডাহুকের ডাকে মাছরাঙার গান ছিল
হলুদ সরিষার ক্ষেতে মোমাছির ওড়া
করিম চাচার মুখে তৃপ্তির আভা।
পাশেই ডোবা ছিল নয়তো গভীর
ছিপ ফেলে দস্যিগুলো থাকতো অধীর
চারপাশে ধানক্ষেত মাঝে সাদা বক
কুলই ক্ষেতের আলে কৃষাণীর চোখ।
এইযে ঠিক এইখানে বাঁশঝাড়ের পাশে
কত বাড়ি ঘর ছিল শত কোলাহলে
বাড়ি এলে এক ছোটে যেতাম হেথা
এখন কেউ নেই, কে গেছে কোথা?
মরিচীকার পিছনে আজও যাই ছোটে
ধানক্ষেত, হলুদ সরিষা থাকে কল্পনাতে
কল্পনা থেমে যায় থাকে অথৈ পানি
সব শেষ দেখি শুধু পদ্মা নদি।
ছোটে যাই রাস্তায় বাড়ির পিছনে
ভুলে যাই সুখের আতিশায্যে আবেগে
হঠাত্ ভুল ভাঙে বড় ভুল করে।
এই যে এইখানে সুবিশাল বিল ছিল
ডাহুকের ডাকে মাছরাঙার গান ছিল
হলুদ সরিষার ক্ষেতে মোমাছির ওড়া
করিম চাচার মুখে তৃপ্তির আভা।
পাশেই ডোবা ছিল নয়তো গভীর
ছিপ ফেলে দস্যিগুলো থাকতো অধীর
চারপাশে ধানক্ষেত মাঝে সাদা বক
কুলই ক্ষেতের আলে কৃষাণীর চোখ।
এইযে ঠিক এইখানে বাঁশঝাড়ের পাশে
কত বাড়ি ঘর ছিল শত কোলাহলে
বাড়ি এলে এক ছোটে যেতাম হেথা
এখন কেউ নেই, কে গেছে কোথা?
মরিচীকার পিছনে আজও যাই ছোটে
ধানক্ষেত, হলুদ সরিষা থাকে কল্পনাতে
কল্পনা থেমে যায় থাকে অথৈ পানি
সব শেষ দেখি শুধু পদ্মা নদি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কবি মোঃ ইকবাল ১১/০৫/২০১৪কবির মনের ভাবনা পূর্ণ হোক।
-
এফ সাকি ২৮/১২/২০১৩আপনি ছোটে যেতে পারেন না।ছুটে যেতে পারবেন।কারণ প্রতিটি স্থানে কাজ শেষ বুঝাচ্ছে না।সম্ভব হলে অভিঞ্জ কারো মত জানতে পারেন।