মাঝে মাঝে
কখন ও কখন ও মাঝ রাতে ঘুম
ভেঙে যায়। জানালার ফাক
গলে থোক থোক অন্ধকার
হৃদয়ের গভীরে ভাবনার ছাপ
আঁকে। বাইরে কোপ পক্ষির
ডাক শোনা যায়। গ্রামের
মুরব্বিরা বলেন গাঁয়ের
কারো মৃত্যু ঘনিয়ে এলে এই
পাখি গুলো বেশি ডাকে।
জানিনা কতটুকু
সত্যি তবে মনের
মাঝে একটা শিতল শিহরণ
বয়ে যায়। ভাবনার
পালে হাওয়া লাগে।
মনে পড়ে এইতো সেদিন চক
সিলেট নিয়ে স্কুলে যেতাম,
হৈ হোল্লড়, ক্রিকেট, ফুটবল।
দেখতে দেখতে বড় হয়ে গেলাম
কিন্তু
এখনো মনে পড়ে কিছুদিন
আগেও ক্লাসে বসে স্যারদের
কাছে পড়া দিচ্ছি। ধারণার
চেয়ে দ্রুত সময় হারিয়ে গেছে।
এমনি করে একদিন সব মায়ার
বন্ধন টুটে যাবে।
ঠিকানা হবে অন্ধকার কবর।
কিন্তু তার জন্য কতটুক ও
প্রস্তুত আমি।
ভেঙে যায়। জানালার ফাক
গলে থোক থোক অন্ধকার
হৃদয়ের গভীরে ভাবনার ছাপ
আঁকে। বাইরে কোপ পক্ষির
ডাক শোনা যায়। গ্রামের
মুরব্বিরা বলেন গাঁয়ের
কারো মৃত্যু ঘনিয়ে এলে এই
পাখি গুলো বেশি ডাকে।
জানিনা কতটুকু
সত্যি তবে মনের
মাঝে একটা শিতল শিহরণ
বয়ে যায়। ভাবনার
পালে হাওয়া লাগে।
মনে পড়ে এইতো সেদিন চক
সিলেট নিয়ে স্কুলে যেতাম,
হৈ হোল্লড়, ক্রিকেট, ফুটবল।
দেখতে দেখতে বড় হয়ে গেলাম
কিন্তু
এখনো মনে পড়ে কিছুদিন
আগেও ক্লাসে বসে স্যারদের
কাছে পড়া দিচ্ছি। ধারণার
চেয়ে দ্রুত সময় হারিয়ে গেছে।
এমনি করে একদিন সব মায়ার
বন্ধন টুটে যাবে।
ঠিকানা হবে অন্ধকার কবর।
কিন্তু তার জন্য কতটুক ও
প্রস্তুত আমি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
אולי כולנו טועים ০৬/১২/২০১৩darun.