আমি অবাক হয়েছি
আমি অবাক হয়েছি
কষ্ট পেয়েছি, বোবা হয়ে গেছি
হতাশায় নুয়ে পড়েছি
লাল সবুজের পতাকায়
ফোটা ফোটা কলংকের দাগ দেখেছি।
আমার বুকে যখন আমার ভাই লাথি মারে, খুটিতে আগুন ধরায়
শত্রুর পথ পরিস্কার করে তখন
বুকের পাঁজর ভেঙে যায়।
স্টানডার্ড গার্মেন্টেসে আগুন
অতি সাধারণ খবর, স্বাভাবিক ঘটনা
কিন্তু আগুন দিল কতিপয় শ্রমিক
বর্ণে গন্ধে যারা বাংলাদেশী!
আমি নিরুর বাঁশির সুর শোনেছি
আমি মীর জাফরকে জেনেছি
আমি লেন্দুপ দর্জিকে বুঝেছি
কারো শেষটাই ভালো হয়নি
নিজের কাঁধকে এরা অন্যের বন্দুক রাখতে ইজারা দিয়েছে কিন্তু কাঁধকে রক্ষা করতে পারেনি, শেষ রক্ষা হয়নি।
হে শ্রমিক কারো পাতা ফাঁদে পা দিওনা
শিল্প টিকে থাকলে তোমরাও টিকবে
তোমাদের ভূমিকাই বদলে দিতে পারে
আগামীর বাংলাদেশ।
কষ্ট পেয়েছি, বোবা হয়ে গেছি
হতাশায় নুয়ে পড়েছি
লাল সবুজের পতাকায়
ফোটা ফোটা কলংকের দাগ দেখেছি।
আমার বুকে যখন আমার ভাই লাথি মারে, খুটিতে আগুন ধরায়
শত্রুর পথ পরিস্কার করে তখন
বুকের পাঁজর ভেঙে যায়।
স্টানডার্ড গার্মেন্টেসে আগুন
অতি সাধারণ খবর, স্বাভাবিক ঘটনা
কিন্তু আগুন দিল কতিপয় শ্রমিক
বর্ণে গন্ধে যারা বাংলাদেশী!
আমি নিরুর বাঁশির সুর শোনেছি
আমি মীর জাফরকে জেনেছি
আমি লেন্দুপ দর্জিকে বুঝেছি
কারো শেষটাই ভালো হয়নি
নিজের কাঁধকে এরা অন্যের বন্দুক রাখতে ইজারা দিয়েছে কিন্তু কাঁধকে রক্ষা করতে পারেনি, শেষ রক্ষা হয়নি।
হে শ্রমিক কারো পাতা ফাঁদে পা দিওনা
শিল্প টিকে থাকলে তোমরাও টিকবে
তোমাদের ভূমিকাই বদলে দিতে পারে
আগামীর বাংলাদেশ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।