ঘৃণা ছড়ানোর প্রতিযোগীতা
আমাদের
চারপাশে ঘৃণা ছড়ানোর
প্রতিযোগিতা চলছে। ঘৃণায়
ঘৃণায় চারপাশ ভরে গেছে।
আমরা সবাই যেন ঘৃণার
সমুদ্রে সাতার কাটছি। এক এক
জন এক এক ফ্রন্টে বিভক্ত
হযে একে অপরের
বিরুদ্ধে ঘৃণা ছড়াচ্ছে। এ
ক্ষেত্রে সবাই যেন সবাই
কে ছাড়িযে যাওয়ার প্রচেষ্টায়
লিপ্ত। সবার ই উদ্দেশ্য
নিজের মতকে প্রতিষ্ঠা করা।
কিন্তু মনে রাখতে হবে প্রচন্ড
বেগে আসা পরষ্পর বিপরীত
মূখী দুটি গাড়ীর সংঘর্ষে নতুন
আরেকটি গাড়ি সৃষ্টি হয়না তেমনি পরষ্পর
ঘৃণা সৃষ্টির
মাধ্যমে কারো মতামত
প্রতিষ্ঠিত হয়না। ফুল আর
প্রজাপতি মিলে যেমন ফল হয়
তেমনি সত্য সুন্দরের
মিলনে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত
হয়। তাই ঘৃণা নয় পরিশীলিত
যুক্তিই হোক আমাদের অস্র।
চারপাশে ঘৃণা ছড়ানোর
প্রতিযোগিতা চলছে। ঘৃণায়
ঘৃণায় চারপাশ ভরে গেছে।
আমরা সবাই যেন ঘৃণার
সমুদ্রে সাতার কাটছি। এক এক
জন এক এক ফ্রন্টে বিভক্ত
হযে একে অপরের
বিরুদ্ধে ঘৃণা ছড়াচ্ছে। এ
ক্ষেত্রে সবাই যেন সবাই
কে ছাড়িযে যাওয়ার প্রচেষ্টায়
লিপ্ত। সবার ই উদ্দেশ্য
নিজের মতকে প্রতিষ্ঠা করা।
কিন্তু মনে রাখতে হবে প্রচন্ড
বেগে আসা পরষ্পর বিপরীত
মূখী দুটি গাড়ীর সংঘর্ষে নতুন
আরেকটি গাড়ি সৃষ্টি হয়না তেমনি পরষ্পর
ঘৃণা সৃষ্টির
মাধ্যমে কারো মতামত
প্রতিষ্ঠিত হয়না। ফুল আর
প্রজাপতি মিলে যেমন ফল হয়
তেমনি সত্য সুন্দরের
মিলনে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত
হয়। তাই ঘৃণা নয় পরিশীলিত
যুক্তিই হোক আমাদের অস্র।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
אולי כולנו טועים ২৭/১১/২০১৩
-
রাখাল ২৭/১১/২০১৩ফুল আর প্রজাপতি মিলে ফল হয় এবং দু'টির গাড়ীর সংঘর্ষে নতুন কোন গাড়ীর সৃষ্টি হয়না । কথা দুটি যারা ঘৃণা ছড়িয়ে পরিবেশ দূষণ করছে বুঝলেতো! আর বুঝেই বা কী করবে, লক্ষ্য একটাই চেয়ার চাই, চেয়ার চাই ।
খুব সুন্দর কবিতা।