যদি পথ ভুলে
যদি কোনদিন পথ ভূলে
চলে যাই অজানা পথে
তোমার সীমানা ছেড়ে
দূর বহুদূরে ।
যেথায় পাপের রাজ্যে
ভারী জঞ্ছালের নিচে
নিষিদ্ধ আত্তা খেলা করে
বিশুদ্ধতা খায় কুরে কুরে।
যেথায় নিষিদ্ধ স্রোতের মাঝে
ইবলিশের কু মন্ত্রনার মিছিলে
অন্ধ গলির চোরা পথের ধারে
আমি রয়েছি গোলক ধাঁধার ফাকে।
সেদিন তুমি খোদা
আমায় তুলে নিও
তোমার আলোক পথে
আমায় জায়গা দিও।
চলে যাই অজানা পথে
তোমার সীমানা ছেড়ে
দূর বহুদূরে ।
যেথায় পাপের রাজ্যে
ভারী জঞ্ছালের নিচে
নিষিদ্ধ আত্তা খেলা করে
বিশুদ্ধতা খায় কুরে কুরে।
যেথায় নিষিদ্ধ স্রোতের মাঝে
ইবলিশের কু মন্ত্রনার মিছিলে
অন্ধ গলির চোরা পথের ধারে
আমি রয়েছি গোলক ধাঁধার ফাকে।
সেদিন তুমি খোদা
আমায় তুলে নিও
তোমার আলোক পথে
আমায় জায়গা দিও।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Înšigniã Āvî ২৬/১১/২০১৩osadharon...
-
জহির রহমান ২৬/১১/২০১৩দারুন লিখেছেন ভাই। আমিও তাই কামনা করি।
অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা প্রিয় কবি।